সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

যাত্রীবাহী বাসে ডিআরডিও-র উদ্ভাবিত আগুন সনাক্তকরণ ও নির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা সচক্ষে দেখলেন প্রতিরক্ষা মন্ত্রী ও সড়ক পরিবহণ মন্ত্রী

Posted On: 09 NOV 2020 4:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ নভেম্বর, ২০২০
 
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহণ মন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ নতুন দিল্লিতে ডিআরডিও ভবনে যাত্রীবাহী বাসে ডিআরডিও-র উদ্ভাবিত আগুণ সনাক্তকরণ ও নির্বাপণ ব্যবস্থার কার্যকরিতা সচক্ষে দেখলেন। যাত্রীবাহী বাসে যেখানে যাত্রীরা বসেন, সেখানে এই ব্যবস্থা জল ছেটানোর মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় এবং ইঞ্জিন বক্সে অগ্নিকান্ডের ঘটনায় অ্যারোসল-ভিত্তিক পদ্ধতিটি যাচাই করে দেখা হয়।
 
দিল্লিতে ডিআরডিও-র সেন্টার ফর ফায়ার এক্সক্লুসিভ অ্যান্ড এনভাইরনমেন্ট সেফটি এই আগুন সনাক্তকরণ ও নির্বাপণ পদ্ধতিটি উদ্ভাবন করেছে। অত্যাধুনিক এই ব্যবস্থার সাহায্যে যাত্রীবাহী কম্পার্টমেন্টে ৩০ সেকেন্ডেরও কম সময়ে আগুন সনাক্তকরণ এবং ৬০ সেকেন্ডের কম সময়ে অগ্নি নির্বাপণ করা সম্ভব হবে। এর ফলে, জীবনহানী ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমবে। প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে অগ্নি নির্বাপণ ব্যবস্থার জন্য ৮০ লিটার ক্ষমতাসম্পন্ন একটি জলের ট্যাঙ্ক রাখা আছে। এছাড়াও, ৬.৮ কিলোগ্রামের নাইট্রোজেন সিলিন্ডার ঘণীভূত অবস্থায় রাখা হয়েছে। জল ও নাইট্রোজেনের দুটি সিলিন্ডার থেকে টিউব বা পাইপ মারফৎ ১৬টি শাখা বাসের কম্পার্টমেন্টে অগ্নি নির্বাপণের জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে, ইঞ্জিন বক্সে অগ্নিকান্ডের ঘটনা নির্বাপণের অ্যারোসল জেনারেটর লাগানো হয়েছে, যার মাধ্যমে ৫ সেকেন্ডেরও কম সময়ে অগ্নিকান্ডের যে কোনও ঘটনা চিহ্নিত করা সম্ভব।
 
শ্রী সিং ডিআরডিও-র উদ্ভাবিত এই পদ্ধতি সাফল্যের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। শ্রী গড়করি বলেছেন, বাস যাত্রীদের সুরক্ষায় ডিআরডিও-র উদ্ভাবিত এই প্রযুক্তি এক উল্লেখযোগ্য সাফল্য। অনুষ্ঠানে ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি উপস্থিত ছিলেন। 
 
***
 
 
CG/BD/SB

(Release ID: 1671464) Visitor Counter : 176