প্রতিরক্ষামন্ত্রক
পিনাক রকেট ব্যবস্থাপনার অত্যাধুনিক সংস্করণ ঘটিয়ে সফল পরীক্ষা চালানো হয়েছে
प्रविष्टि तिथि:
04 NOV 2020 6:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ নভেম্বর, ২০২০
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) পিনাক রকেটের সংস্করণ সম্পন্ন করেছে। এই অত্যাধুনিক পিনাক রকেটটির আজ ওডিশার চাঁদিপুর উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষা চালানো হয়। ডিআরডিও-র নির্মীত অত্যাধুনিক পিনাক রকেটটি আগের তুলনায় এখন দীর্ঘতর দূরত্বে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। এই রকেটের দৈঘ্য আগের চেয়ে কম। পুণের ডিআরডিও পরীক্ষাগারে এই রকেটের নক্সা তৈরি করা হয়েছে।
আজ ৬টি রকেট সফলভাবে পরীক্ষা করা হয়। নাগপুরের মেসার্স ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড পরীক্ষিত এই রকেটগুলি তৈরি করেছে।পিনাক এমকে – l রকেটের পরিবর্তে এই পিনাক রকেটের এই নতুন সংস্করণটি নিয়ে আসা হয়েছে । বর্তমানে এই নতুন ধরণের পিনাক রকেট উৎপাদনে কাজ শুরু হয়েছে।
CG/SS/SFS
(रिलीज़ आईडी: 1670260)
आगंतुक पटल : 325