শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনে (ইএসআইসি) সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপন
Posted On:
03 NOV 2020 5:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ নভেম্বর, ২০২০
“সতর্কতা সচেতনতা সপ্তাহ" উদযাপনের অঙ্গ হিসেবে কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন বা এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ২৭শে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে সংস্থার সদর দপ্তর সহ সারা দেশজুড়ে অন্যান্য কার্যালয়ে একাধিক কর্মসূচী পালন করেছে। এই উপলক্ষ্যে সাধারণ মানুষের সুবিধার্থে ইএসআইসি, সপ্তাহ ব্যাপী জনসচেতনা মূলক কর্মসূচী গ্রহণ করেছে। এবছরের সতর্কতা সচেতনতা সপ্তাহের বিষয়ভাবনা ছিল” সতর্ক ভারত, সমৃদ্ধ ভারত”।
সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে গত ২৭শে অক্টোবর ইএসআইসি-র মহানির্দেশক শ্রীমতী অনুরধা প্রসাদ, কর্মীদের শপথ বাক্য পাঠ করান। পরে এক অনুষ্ঠানে তিনি জীবনে বড় হওয়ার পথে সততার গুরুত্বের ওপর মত ব্যক্ত করেন। ইএসআইসি-র মুখ্য ভিজিলেন্স আধিকারিক শ্রীমতী গরিমা ভগত সংস্থার কার্যালয়ে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে দুর্নীতি রোধ মূলক নজরদারী ব্যবস্থাপনার বিষয়ে বক্তব্য রাখেন। এক্ষেত্রে সমস্ত কর্মীদের সততা বজায় রাখার ওপর জোর দেন তিনি।
এছাড়াও ইএসআইসি – র প্রধান কার্যালয়ে "সতর্কতা সচেতনতা সপ্তাহ"এর এবছরের বিষয় ভাবনার ওপর সংস্থার কর্মীদের পরিবার সদস্যদের নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারও প্রদান করা হয়। জনসচেতনার উদ্দেশ্যে পুরস্কার জয়ী পোস্টারগুলি ইএসআইসি কার্যালয়ে প্রদর্শিত হবে।
CG/SS/SFS
(Release ID: 1669896)
Visitor Counter : 170