কয়লামন্ত্রক

কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলনের জন্য নিলাম প্রক্রিয়ার প্রথম দিন থেকে উৎসাহ লক্ষ্য করা গেছে

प्रविष्टि तिथि: 02 NOV 2020 6:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ নভেম্বর, ২০২০
 
 
 
কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করে বিক্রয়ের জন্য নিলাম প্রক্রিয়ার প্রথম দিন থেকেই দরদাতাদের মধ্যে দৃঢ় এবং স্বাস্থ্যকর প্রতিযোগিতা পরিলক্ষিত হয়েছে। কয়লা মন্ত্রক গত ১৮ই জুন বাণিজ্যিকভাবে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য খনি নিলাম প্রক্রিয়া চালু করেছিল। এই নিলাম প্রক্রিয়ায় দুটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে নিলাম প্রক্রিয়ায় দরদাতাদের প্রাথমিক দরপত্র জমা করতে হয় এবং তার পরের পর্যায়ে চূড়ান্ত দাম নির্ধারিত করতে হয়। 
 
কয়লা মন্ত্রক বিভিন্ন কয়লা খনি নিলামের জন্য দরদাতাদের কাছে দর পত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল। দরদাতাদের কাছ থেকে এক্ষেত্রে বিস্তৃত আগ্রহ লক্ষ্য করা যায়। দরপত্র জমা দেওয়ার পর প্রযুক্তিগতভাবে সেগুলির মূল্যায়ন করা হয়। তার পর যোগ্য দরদাতাদের তালিকা ঘোষণা করা হয়। এরপর আজ সকাল ১১টা থেকে বাণিজ্যেক উদ্দেশে কয়লা খনির বৈদ্যুতিন নিলাম প্রক্রিয়া শুরু করেছে। ই-নিলামের প্রথম দিনেই দরদাতাদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। কিছু খনির নিলাম প্রক্রিয়ায় তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে। 
 
 
 
CG/SS/SKD

(रिलीज़ आईडी: 1669633) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Tamil , Telugu , Kannada