জলশক্তি মন্ত্রক
কোভিড-১৯-এর সতর্কতার মধ্যে আনন্দ ও উৎসাহের সঙ্গে ভার্চ্যুয়ালি গঙ্গা উৎসব শুরু হয়েছে
Posted On:
02 NOV 2020 7:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ নভেম্বর, ২০২০
২০২০-র গঙ্গা উৎসব সোমবার, দোসরা নভেম্বর শুরু হয়েছে। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার মহানির্দেশক শ্রী রাজীব রঞ্জন মিশ্র তাঁর শৈশব থেকে গঙ্গা নদীর সঙ্গে সম্পর্কের কথা এই অনুষ্ঠানে জানিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় নদী গঙ্গার গৌরব এই উৎসবের মাধ্যমে উদযাপিত হচ্ছে। তরুণ প্রজন্মকে গঙ্গার প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্বের কথা জানাতে হবে, তাহলেই তাঁরা গঙ্গাকে জলের উৎস হিসেবে খালি বিবেচনা করবে না, আমাদের প্রাচীন সভ্যতার অঙ্গ হিসেবেও ভাবতে শুরু করবে।
এই উৎসবের প্রথম দিন সঙ্গীত শিল্পী ডঃ রেবতী সকালকর সঙ্গীত পরিবেশন করেছেন। 'কাহানি' অংশে ঋতুপর্ণ ঘোষের 'হুজ রিভার ইজ ইট এনিওয়ে’ সহ আরও বেশ কিছু গল্প শোনানো হয়েছে। চার হাজারের বেশি ছাত্রছাত্রী মিনি গঙ্গা কোয়েস্ট – ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
গঙ্গা উৎসব পৃথিবীর বিভিন্ন দেশের সমর্থন পেয়েছে। ভারতে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত মিঃ শিং বোংকিল বলেছেন, গঙ্গা শুধু ভারতের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি সারা বিশ্বের কাছে ভারতের আধ্যাত্মিকতার প্রতীক। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিঃ ভাল্টার জে লিন্ডার বলেছেন, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভারতে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মার্টিন ফন ডেন বার্গ গঙ্গা উৎসবে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন, নেদারল্যান্ডস সরকার ভারতের সঙ্গে একযোগে গঙ্গা নদীকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ করবে।
এই উৎসবে বৃষ্টির জল সংরক্ষণ করে কিভাবে একটি খরাপ্রবণ জেলা জল সংরক্ষণের কাজ শুরু করেছে রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষের ছবি 'দ্য মিরাকেল ওয়াটার ভিলেজ’-এ সেটিই দেখানো হয়েছে, । সৌমিত্র দে-র 'রিভাইভাল অফ আহারপাইনস সিস্টেমস’ চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি ছবিও এই অনুষ্ঠানে দেখানো হয়েছে।
উৎসবের অঙ্গ হিসেবে এনসিসি ক্যাডেটরা বৃক্ষরোপন কর্মসূচি উদযাপন করেছেন। পরিচ্ছন্নতার অঙ্গ হিসেবে গঙ্গা নদীর উভয় তীরে নানা অভিযান চালানো হয়েছে। এছাড়া, অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। এই উৎসব ৪ তারিখ পর্যন্ত চলবে।
CG/CB/DM
(Release ID: 1669629)
Visitor Counter : 192