কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
দুর্নীতির বিরুদ্ধে নিরন্তর ধর্মযুদ্ধের প্রতি সরকারের অঙ্গীকার সতর্কতা সচেতনা সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং
प्रविष्टि तिथि:
02 NOV 2020 5:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ নভেম্বর, ২০২০
প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ দপ্তরের আধিকারিকদের আজ কর্মী, জন-অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সংহতির শপথ পাঠ করিয়েছেন। ডঃ সিং এই উপলক্ষে দপ্তরের 'আইডিয়াজ বক্স অন গুড গভর্ন্যান্স প্র্যাক্টিসেস ইন আ প্যান্ডেমিক’-এর সূচনা করেছেন। এছাড়াও, সোশ্যাল মিডিয়াতে বৈদ্যুতিন প্রক্রিয়ায় প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে ভালো কিছু পন্থাপদ্ধতি ট্যুইট করেছেন। এই আইডিয়া বক্সটি MyGov প্ল্যাটফর্ম ছাড়াও দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ডঃ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নেওয়ায় সরকার দুর্নীতির মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্নীতি প্রতিরোধ আইনে ৩০ বছর পর বেশ কিছু সংশোধন করা হয়েছে যাতে দুর্নীতি প্রতিরোধ করতে সুবিধা হয়। সরকার 'সি' এবং 'ডি' শ্রেণীর চাকরির নিয়োগের ক্ষেত্রে সাক্ষাৎকার ব্যবস্থাকে বাতিল করেছে। ২০১৮ সালে লোকপাল কার্যকর করা হয়েছে। এছাড়াও, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন এবং প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ দপ্তর বিভিন্ন অভিযোগের দ্রুত নিষ্পত্তি করছে।
এই উপলক্ষে 'সার্থক ভারত সমৃদ্ধ ভারত'-এর বিষয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে প্রাক্তন ক্যাবিনেট সচিব শ্রী প্রভাব কুমার এবং শ্রী অজিত শেঠ সহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন। অনুষ্ঠানে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও অংশ নিয়েছিলেন।
CG/CB/DM
(रिलीज़ आईडी: 1669627)
आगंतुक पटल : 244