কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

ড. জিতেন্দ্র সিং : প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার খোঁজে বিশ্বব্যাপী যোগা, আয়ুর্বেদ এবং নেচারোপ্যাথির প্রতি আকর্ষণ বাড়িয়েছে কোভিড

Posted On: 30 OCT 2020 5:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০শে অক্টোবর, ২০২০

 

 

উত্তর - পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, পিএমও কর্মীবর্গ, জনঅভিযোগ, অবসরভাতা, পারমাণবিক শক্তি এবং মহাকাশ প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেছেন যে, সারা বিশ্বে শরীরের প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার খোঁজে যোগা, আয়ুর্বেদ এবং নেচারোপ্যাথির প্রতি আগ্রহ বাড়িয়েছে কোভিড। অ্যাসোচ্যাম আয়োজিত ভার্চুয়াল বিশ্ব আয়ুষ মেলার উদ্বোধনী ভাষণে তিনি বলেন, গত ৪ – ৫ মাসে পশ্চিম বিশ্ব বিকল্প চিকিৎসা ব্যবস্থা খুঁজতে ভারতের দিকে মুখ ফিরিয়েছে।

ড. জিতেন্দ্র সিং বলেন যে, নতুন ভারত স্বাস্থ্য পরিষেবায় আত্মনির্ভর হবে এবং চিরাচরিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থার খোঁজ দেবে বিশ্বকে। তিনি বলেন, কোভিড বুঝিয়েছে সুসংহত স্বাস্থ্য পরিষেবার গুণগুলির প্রয়োজনীয়তা সম্পর্কে এবং এখন প্রয়োজন একে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের চিকিৎসা ব্যবস্থার অঙ্গ করে তোলা ।

ড. জিতেন্দ্র সিং বলেন, যখন থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী, তিনি দেশীয় চিকিৎসা পদ্ধতির গুণগুলিকে তুলে ধরেছেন। তিনি বলেন, মোদী যিনি রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক যোগা দিবস পালনে  সর্বসম্মতিক্রমে প্রস্তাব আনিয়েছেন, যার ফলে যোগ বাস্তবিক সারা বিশ্বের প্রতিটি ঘরে পৌঁছে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীই আরো একবার আয়ুষ নামে পৃথক মন্ত্রক গড়েছেন দেশীয় চিকিৎসা পদ্ধতির গুরুত্ব বিবেচনা করে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যে হিমালয়, পার্বত্য অঞ্চল এবং ভারতের উত্তর – পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মূল্যবান ঔষধি গাছগাছড়া আছে, তিনি সকলকে তার ব্যবহার করতে এবং বিশ্বস্তরে পৌঁছে দিতে আবেদন জানান।

ড. জিতেন্দ্র সিং, বিশ্ব আয়ুষ মেলার আয়োজন করার জন্য অ্যাসোচ্যামের সভাপতি ড. নিরঞ্জন হিরানন্দানি এবং মহাসচিব দীপক সুদকে অভিনন্দন জানান এবং তিনি এটিকে মহামারীর সময়ে ভার্চুয়াল মাধ্যমে প্রকৃতই আন্তর্জাতিক করে তোলার আবেদন জানান তাঁদের কাছে।

  আয়ুষ মন্ত্রকের সচিব শ্রী রাজেশ কোটেচা বলেন, যে সরকার আত্মনির্ভর ভারত মিশনের অধীনে ৪০০০ কোটি টাকা খরচে ১০ লক্ষ হেক্টর জমিতে ঔষধি গাছ চাষ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

আচার্য্ বালকৃষ্ণ তাঁর ভাষণে বলেন, পতঞ্জলি আয়ুর্বেদকে সারা বিশ্বে পৌঁছে দিতে কঠোর পরিশ্রম করছে এবং তিনি এই কাজে সকলের সহযোগিতা প্রার্থনা করেন।

অনুষ্ঠানে ড. জিতেন্দ্র সিং ঔষধি গাছ নিয়ে অ্যাসোচ্যাম – নাবার্ডের প্রতিবেদন প্রকাশ করেন। গুজরাটে ইউসুফ শেখের কুদরতি আয়ুর্বেদের একটি নতুন কারখানার ই-উদ্বোধন হল।

বেঙ্গালুরুতে অবস্থিত ডিমড বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ অনুসন্ধান সংস্থান (এস-ব্যাস) –এর প্রতিষ্ঠাতা, উপাচার্য, লেখক, শিক্ষাবিদ, এবং যোগথেরাপিস্ট পদ্মশ্রী এইচ আর নগেন্দ্র, সামী – সাবিনসা গ্রুপের প্রতিষ্ঠাতা – চেয়ারম্যান ড. মহম্মদ মজিদ, শিল্পপতি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা ওয়েবিনারে যোগ দেন।

 

 

 CG/AP/SFS



(Release ID: 1668947) Visitor Counter : 202