স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ডাঃ হর্ষবর্ধন কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বভারতীয় সিএসআর অভিযানের সূচনা করেছেন

प्रविष्टि तिथि: 26 OCT 2020 10:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অক্টোবর,  ২০২০

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বভারতীয় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) অভিযানের সূচনা করেছেন। এই উপলক্ষে তিনি ব্যাঙ্কের একটি ডিজিটাল সিএসআর অ্যালবাম এবং সিএসআর ভিডিও প্রকাশ করেন। 

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিভিন্ন প্রচেষ্টার প্রশংসা করে ডাঃ হর্ষবর্ধন বলেন, এই ব্যাঙ্ক মহামারী মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগে সাহায্য করতে প্রায় ১০ লক্ষ মাস্ক এবং স্যানিটাইজার দেশের ৬৬২টি জেলায় বিতরণ করেছে। ব্যাঙ্কের ১০ হাজারেরও বেশি শাখার মাধ্যমে সমাজের দুস্থ মানুষের কাছে এই সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি এই ব্যাঙ্কের গ্রাম সম্পর্ক যোজনার প্রশংসা করে বলেন, ৫০০টি জেলার গ্রামীণ ও আধা-শহর এলাকায় কৃষকদের বিশেষ সুবিধা প্রদানে তিন মাস মেয়াদী এই কর্মসূচির সূচনা হয় গত দোসরা অক্টোবর। 

জাতীয় স্বার্থে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অবদানের প্রশংসা করে ডাঃ হর্ষবর্ধন বলেন, এই ব্যাঙ্ক ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গালোয়ান উপত্যকায় শহীদ সেনানীদের পরিবারগুলিকে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে। এ থেকেই সেনাবাহিনীর প্রতি এই ব্যাঙ্কের অঙ্গীকার ও শ্রদ্ধার বিষয়টি প্রতিফলিত হয়।

ব্যাঙ্কের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে ভাওরাও দেওরাস সেবা নিয়োস কর্মসূচি খাতে ১০ লক্ষ ৩৭ হাজার টাকা সহায়তা দেওয়ার প্রচেষ্টার প্রশংসা করে ডাঃ হর্ষবর্ধন বলেন, এই অর্থ নতুন দিল্লির এইমস্ – এ চিকিৎসার জন্য আসা অসুস্থ রোগীর যাতায়াতে একটি গাড়ি ক্রয় করার জন্য খরচ করা হবে। 

কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াই প্রসঙ্গে ডাঃ হর্ষবর্ধন বলেন, ভারত এই লড়াইয়ের দশম মাসে প্রবেশ করছে। বিভিন্ন দিক থেকে ভারত ইতিমধ্যেই আত্মনির্ভর হয়ে উঠেছে। অপ্রত্যাশিতভাবে সুস্থতার হার বেশি এবং আক্রান্তের সংখ্যা লাগাতার হ্রাস পাওয়ার মতো ঘটনাগুলি কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের কৌশলগুলির সফলতাকেই প্রতিফলিত করে। তিনি আরও বলেন, ‘আমার কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসা ও টিকা উদ্ভাবন ক্ষেত্রে বৈজ্ঞানিক অগ্রগতিগুলির প্রতি পূর্ণ আস্থা রয়েছে’।

ডাঃ হর্ষবর্ধন মেধাবী ও প্রতিভাবান ছাত্রাছাত্রীদের সহায়তার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, আদর্শ ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা যে অবদান রেখেছেন, তার স্বীকৃতি-স্বরূপ ব্যাঙ্কের পক্ষ থেকে এরকম ১০ হাজার শিক্ষক-শিক্ষিকাকে সম্মান জানানো হয়েছে।

ডাঃ হর্ষবর্ধন পুনরায় দৃঢ়তার সঙ্গে জানান, দেশে প্রতিটি মানুষের কাছে যাতে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়, তার জন্য সরকার সবরকম অগ্রাধিকার দিচ্ছে এবং এই লক্ষ্যে দ্রুত অগ্রসর হওয়ার জন্য একটি পরিকল্পনা প্রণয়নের কাজে যুক্ত রয়েছে। তিনি আরও বলেন, একটি কর্তব্য পরায়ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠান হিসাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও সরকারের এই প্রচেষ্টায় অবদান রাখবে। পক্ষান্তরে, দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি বলেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যেক দেশবাসীর সহযোগিতার মাধ্যমে জয় সুনিশ্চিত করা সম্ভব। 

এই উপলক্ষে ব্যাঙ্কের ম্যানেজিং ডাইরেক্টর ও কার্যনির্বাহী আধিকারিক শ্রী এস এস মল্লিকার্জুন রাও সহ ব্যাঙ্কের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যাঙ্কের আঞ্চলিক কার্যালয়গুলিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সামিল হয়।

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1667793) आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Tamil , Telugu