অর্থমন্ত্রক

কেন্দ্র বিশেষ ঋণ ব্যবস্থার আওতায় জিএসটি ঘাটতি মেটাতে প্রথম পর্বে ৬০০০ টাকা ঋণ নিয়েছে এবং তা ১৬টি রাজ্যকে হস্তান্তরিত করেছে

Posted On: 23 OCT 2020 6:42PM by PIB Kolkata

 নতুনদিল্লি, ২৪শে অক্টোবর, ২০২০
 

 

কেন্দ্র, ২০২০-২১ অর্থবর্ষে  জিএসটি রাজস্ব ঘাটতির কারণে  বিশেষ ঋণ ব্যবস্থায় ২১টি রাজ্য ও ২টি কেন্দ্র শাসিত অঞ্চলকে ঋণ নিতে সাহায্য করছে।

এর মধ্যে ৫টি রাজ্যের জিএসটি রাজস্বে কোন ঘাটতি নেই। কেন্দ্রীয়  অর্থ মন্ত্রক ধার নিয়ে ১৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রথম পর্যায়ের ঋণ বাবদ ৬০০০ কোটি টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই রাজ্যগুলি হল – অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, ওডিশা, তামিলনাডু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, জম্মু-কাশ্মীর ও দিল্লি।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সরকার, এই অর্থ ৫.১৯ শতাংশ সুদের বিনিময়ে ঋণ দিচ্ছে। ৩ থেকে ৫ বছরের মেয়াদে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই অর্থ ঋণ হিসেবে নিয়েছে।

 

CG/CB




(Release ID: 1667311) Visitor Counter : 234