শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

২০০১-এর পরিবর্তে ২০১৬-কে ভিত্তিবর্ষ ধরে শিল্প সংস্থার কর্মচারীদের জন্য পরিবর্তিত উপভোক্তা সংক্রান্ত মূল্য সূচক প্রকাশ করেছেন শ্রী সন্তোষ গাঙ্গোয়ার

Posted On: 22 OCT 2020 4:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ অক্টোবর, ২০২০

 

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার আজ ২০১৬-কে ভিত্তিবর্ষ ধরে শিল্প সংস্থার কর্মচারীদের জন্য পরিবর্তিত উপভোক্তা সংক্রান্ত মূল্য সূচক প্রকাশ করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ দপ্তর লেবার ব্যুরো এই সূচকটি তৈরি করেছে। এর আগে ১৯৪৪ থেকে ১৯৪৯, ১৯৪৯ থেকে ১৯৬০, ১৯৬০ থেকে ১৯৬০ থেকে ১৯৮২ এবং ১৯৮২ থেকে ২০০১ এই পরিবর্তন করা হয়েছিল। এর পর লেবার ব্যুরো গঠনের সময় থেকে আবার এই সূচকের পরিবর্তন করা হলো।    

শ্রমমন্ত্রী জানিয়েছেন, শিল্প সংস্থার কর্মচারীদের জন্য গ্রাহক সংক্রান্ত মূল্য সূচক (কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার – সিপিআই-আইডাব্লু) এর পরিবর্তন করার সময় নির্দিষ্ট জনগোষ্ঠীর উপভোক্তাদের ব্যয় সংক্রান্ত তথ্য বিবেচনা করা হয়েছে, যাতে আগামী দিনে তাদের স্বার্থ রক্ষিত হয়। ভারতীয় অর্থনীতির ম্যাক্রো অর্থনীতির বিভিন্ন বিষয়ের নির্ধারণে এর ফলে সুবিধে হবে। এই সূচক তৈরির সময় আন্তর্জাতিক মান এবং নিয়মাবলী বিবেচনা করা হয়েছে। 

সিপিআই-আইডাব্লু তৈরিতে লেবার ব্যুরোর উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেছেন, শ্রম এবং মূল্য সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে এই সংস্থাটি কাজ করে। আগামী দিনে ভারতের শ্রমিক লভ্যতার কথা বিবেচনা করে এই তথ্য সহায়ক হবে।

মন্ত্রী আরও জানিয়েছেন, শ্রমিকদের বিষয়ে পরিসংখ্যানগত তথ্যের গুণমান বজায় রাখার বিষয়টিতে লেবার ব্যুরোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১০০ বছর আগে এর যে লোগো ছিল সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেটির পরিবর্তন করা হয়েছে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রী অপূর্ব চন্দ্র জানিয়েছেন, কর্মসংস্থান সংক্রান্ত তিনটি সমীক্ষা লেবার ব্যুরো পরিচালনা করেছে। এগুলি হল  অসংগঠিত পরিবহণ ক্ষেত্র, পরিযায়ী শ্রমিক এবং দেশীয় শ্রমিকদের (ডোমেস্টিক ওয়ার্কাস) উপর। শ্রী গাঙ্গোয়ার  জানিয়েছেন, সিপিআই-আইডাব্লু তৈরিতে যে পন্থাগুলি অবলম্বন করা হয়েছিল সেগুলি হলো : 

২০১৬ সালে ৮৮টি কেন্দ্রের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহণ করা হয়। ২০০১ সালে ৭৮টি কেন্দ্র থেকে তথ্য সংগ্রহণ করা হয়েছিল।

কর্মজীবী মানুষদের পারিবারিক রোজগার এবং ব্যয় সংক্রান্ত সমীক্ষা ২০০১ সালে যখন পরিচালনা করা হয় সেই সময় ৪১০৪০টি পরিবারের ওপর সমীক্ষা করা হয়। ২০১৬ সালে এই সমীক্ষায় ৪৮৩৮৪টি পরিবারের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। 

সূচক তৈরীতে ২০০১ সালে ২৮৯টি বাজার থেকে খুঁজরো ব্যবসার মূল্যের বিষয়ে তথ্য সংগ্রহণ করা হয়েছিল। ২০১৬ সালে ৩১৭টি বাজার থেকে এই তথ্য সংগ্রহণ করা হয়। সূচক সংক্রান্ত তথ্যের জন্য ২০০১ সালে ৩৯২টি পণ্য বিবেচনা করা হয়েছিল। নতুন সূচক তৈরিতে ৪৬৩টি পণ্য বিবেচনা করা হয়েছে।

২০০১ সালে ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই সমীক্ষার কাজ করা হয়। ২০১৬ সালে তা বৃদ্ধি পেয়ে ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে।

মূল্য পরিসংখ্যানের ক্ষেত্রে এই সূচকের যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রাথমিকভাবে এটি সরকারী কর্মচারী ও শিল্প সংস্থাগুলির কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করে। তবে মূল্যবৃদ্ধি অনুসারে কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণেও এর ভূমিকা রয়েছে। 

মূল্য সংক্রান্ত পরিসংখ্যান এবং জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত তথ্যাদি কারিগরি উপদেষ্টা কমিটির পরামর্শ অনুযায়ী সংগ্রহ করা হয়েছে। ২০০১ সালে পাটিগণিতিক হিসেবে সেই তথ্য বিশ্লেষণ করা হয়েছিল। কিন্তু ২০১৬ সালে তা পরিবর্তন করে জ্যামিতিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়েছে। 

সিপিআই-আইডাব্লু –র পরবর্তী তথ্য ২৭শে নভেম্বর প্রকাশিত হবে। এই তথ্য 

http://www.labourbureaunew.gov.in/    এই ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে।

 

CG/CB/SKD



(Release ID: 1666881) Visitor Counter : 252