স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিশ্ব ব্যাঙ্ক – আইএমএফ – এর বার্ষিক বৈঠকে ভার্চ্যুয়ালি ভাষণ দিলেন ডাঃ হর্ষবর্ধন

Posted On: 21 OCT 2020 6:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অক্টোবর,  ২০২০

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন আজ এখান থেকে বিশ্ব ব্যাঙ্ক – আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) – এর বার্ষিক বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নেন। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সকলের জন্য মানবপুঁজির মাধ্যমে দক্ষিণ এশিয়ার শতাব্দীর সূচনা করা এবং কোভিড-১৯ টিকা ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় বিনিয়োগ। 

মহামারীর সময় ভারতের ভূমিকার কথা উল্লেখ করে ডাঃ হর্ষবর্ধন বলেন, ভারতের সামগ্রীক প্রচেষ্টার ফলেই মহামারীকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কোভিড মহামারীর কারণে স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হয়েছে, তথাপি এই বিপদ আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে এবং সংযম বজায় রাখতে হবে। ভারত এই মহামারী মোকাবিলায় আগে থেকেই সুপরিকল্পিতভাবে পর্যায়ক্রমে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে এবং বৃহত্তর অর্থে সমাজ তথা সরকারের পদক্ষেপগুলি কার্যকর করা হয়েছে। 

কোভিড-১৯ মোকাবিলায় ভারতে বেসরকারি ক্ষেত্রের সহায়তার প্রশংসা করে ডাঃ হর্ষবর্ধন বলেন, উদ্ভাবন, সক্ষমতা ও অটুট জেদের কারণেই কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াই সুদূর প্রসারিত হয়েছে। ভারতে চিকিৎসা পরিকাঠামো ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি হয়েছে। চলতি বছরের মার্চে নমুনা পরীক্ষাগারের সংখ্যা ১ থেকে বেড়ে বর্তমানে প্রায় ২ হাজার হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার নমুনা পরীক্ষাগার বেসরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে। 

আরোগ্য সেতু অ্যাপের কথা উল্লেখ করে ডাঃ হর্ষবর্ধন বলেন, বর্তমানে ১৭ কোটির বেশি ভারতীয় এই অ্যাপ ব্যবহার করছেন, যার ফলে কোভিড সংক্রমণ প্রতিরোধ ও মোকাবিলা আরও দৃঢ়তার সঙ্গে করা সম্ভব হয়েছে। তিনি জানান, কোভিড বহির্ভূত স্বাস্থ্য পরিষেবার জন্য ওয়েব-ভিত্তিক একটি স্বাস্থ্য পরিষেবার সূচনা হয়েছে। ইতিমধ্যেই ৬০ লক্ষেরও বেশি মানুষের কাছে এই পরিষেবার সুফল পৌঁছেছে। 

সকলের কাছে সুলভে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভারতের মহামারী মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন, রাজ্যগুলিকে সহায়তার জন্য ২৭ লক্ষ কোটি টাকারও বেশি একটি বিশেষ আর্থিক প্যাকেজ চালু করা হয়েছে, যা ভারতের জিডিপি-র প্রায় ১০ শতাংশ। ভবিষ্যৎ মহামারী মোকাবিলার ক্ষেত্রে ভারতকে প্রস্তুত করে তুলতে এবং জনস্বাস্থ্য ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে এই প্যাকেজ সদ্ব্যবহার করা হবে। 

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোভিড টিকা উদ্ভাবন ও তার বন্টনের লক্ষ্যে জাতীয় স্তরের একটি বিশেষজ্ঞ গোষ্ঠী গঠন করা হয়েছে। এই বিশেষজ্ঞ গোষ্ঠী দেশের গ্রামাঞ্চলে এবং প্রত্যন্ত এলাকাগুলিতে সামঞ্জস্য বজায় রেখে কোভিড টিকা বন্টনের ব্যাপারে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নের কাজে যুক্ত রয়েছে। 

 

 

CG/BD/SB


(Release ID: 1666744)