ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

২০২০-২১ খরিফ বিপণন মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমে শস্য সংগ্রহের প্রক্রিয়া চলছে

Posted On: 18 OCT 2020 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮ অক্টোবর, ২০২০

 

২০২০-২১ খরিফ বিপণন মরশুম শুরু হয়েছে। সরকার অন্যান্য বছরের মতো এবছরও ন্যূনতম সহায়ক মূল্যে শস্য সংগ্রহের কাজ করছে।

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখন্ড, চন্ডীগড়, কেরালা ও জম্মু-কাশ্মীর থেকে খরিফ মরশুমে ধান সংগ্রহ সুষ্ঠুভাবে করা হচ্ছে। ১৭ই অক্টোবরের হিসেব অনুসারে ৭ লক্ষ ৩৮ হাজার কৃষকের কাছ থেকে ৮৪.৪৬ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।

রাজ্যগুলির থেকে প্রস্তাব পাওয়ার পর ২০২০ সালের খরিফ বিপণন মরশুমের ৪১.৬৭ লক্ষ মেট্রিক টন ডাল ও তৈলবীজ তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ থেকে মূল্য সহায়ক প্রকল্পের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এছাড়াও নারকেলের শুকনো শাঁস অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা থেকে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এরজন্য ১.২৩ লক্ষ মেট্রিক টন নারকেলের শুকনো শাঁস সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। নিবন্ধীকৃত কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে অন্যান্য রাজ্যের প্রস্তাব অনুসারে ডাল, তৈলবীজ এবং নারকেলের শুকনো শাঁস সংগ্রহ করা হবে- যদি দেখা যায় ওইসব রাজ্যে এই ৩টি ফসলের দাম ন্যূনতম সহায়ক মূল্যের কম হচ্ছে।

সরকার তার নোডাল এজেন্সিগুলির মাধ্যমে পয়লা অক্টোবরের হিসেবে ৭২৩.৭৯ মেট্রিক টন মুগ ও বিউলীর ডাল সংগ্রহ করেছে, এর জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাবদ ৫কোটি ২১লক্ষ টাকা ব্যয় হয়েছে। এর ফলে তামিলনাড়ু মহারাষ্ট্র এবং হরিয়ানায় ৬৬১ জন কৃষক উপকৃত হয়েছেন। একইভাবে, ৫০৮৯ মেট্রিক টন নারকেলের শুষ্ক শাঁস (বহুবর্ষজীবী ফসল) এর ন্যূনতম সহায়ক মূল্যর মাধ্যমে সংগ্রহের জন্য ব্যয় হয়েছে ৫২ কোটি ৪০ লক্ষ টাকা । এর ফলে কর্ণাটক ও তামিলনাড়ুতে ৩৯৬১ জন কৃষক উপকৃত হয়েছেন। খরিফ মরশুমের ডাল এবং তৈলবীজের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যগুলির সিদ্ধান্ত অনুসারে নির্দিষ্ট দিন থেকে সংগ্রহ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

কাপাসের জন্য ২০২০-২১ খরিফ বিপনন মরশুমে পয়লা অক্টোবর থেকে ন্যূনতম সহায়ক মূল্যে সংগ্রহ শুরু হয়। ইতিমধ্যেই ১৬৫৩৬৯টি গাট , ৪৬৬৯৭.৮৬ লক্ষ টাকায় ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে । এর ফলে ৩২৯৯৪ জন কৃষক উপকৃত হয়েছেন।

 

CG/CB /NS



(Release ID: 1665703) Visitor Counter : 110