বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

শিল্প ও স্টার্টআপ সংস্থাগুলির ব্যবহারযোগ্য দেশ ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি পরিকাঠামো সুবিধা

Posted On: 17 OCT 2020 4:18PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭ অক্টোবর, ২০২০

 

 

    স্টার্টআপ ও শিল্প সংস্থাগুলি খুব শীঘ্রই তাদের সরঞ্জাম বিষয়ে  গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তি এবং  পণ্য বিকাশের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাতে সারা দেশ ছড়িয়ে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে  বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। 

    বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের জন্য গঠিত তহবিল- ‘এফআইএসটি’ বা ফিস্ট কর্মসূচিটি পুনর্গঠন করেছে। এর অধীনে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষার শেষে বিজ্ঞান ও প্রযুক্তি পরিকাঠামোগত প্রয়োজনীয়তা পূরণের জন্য প্রশিক্ষণের সুবিধা মিলবে। এর পাশাপাশি স্টার্টআপ ও শিল্প সংস্থাগুলির প্রয়োজন অনুযায়ী গবেষণার জন্য সুবিধা পাবে। 

    এফআইএসটি উপদেষ্টা পর্ষদের নতুন চেয়ারপার্সন ডঃ সঞ্জয় ধান্ডে বলেন, আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্য অর্জনের জন্য এবং এফআইএসটি কর্মসূচি সফলভাবে রূপায়ণ করতে ফিস্ট ২.০ নতুনভাবে সাজানো হয়েছে। এরফলে কেবলমাত্র পরীক্ষামূলক কাজই নয়, তাত্ত্বিক কাজ, চিন্তাভাবনা, শিল্পোদ্যোগ এবং গবেষণা ও উন্নয়নমূলক পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সম্ভব হবে। এফআইএসটি ২.০ একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও জানান তিনি। 

    বর্তমানে ভারতে বিভিন্ন কেন্দ্র থেকে ৮ হাজার ৫০০ জন গবেষক এই সুবিধা গ্রহণ করছে । গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তি এবং পণ্য বিকাশের সঙ্গে যুক্ত শিল্প এবং স্টার্টআপ সংস্থাগুলিকে  অনেক সময়  ভারতের বাইরে বিভিন্ন পরীক্ষাগার থেকে উচ্চস্তরীয় পরীক্ষা-নিরীক্ষা চালাতে হয়। এর কারণ, এই শিল্প ও স্টার্টআপ সংস্থাগুলি এমন সরঞ্জাম কিনতে পছন্দ করেন না যা তাদের কাছে সীমিত ব্যবহারযোগ্য এবং বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উচ্চস্তরীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিকাঠামোর সুযোগ সুবিধা গড়ে তুলতে পারে না।এবার সেই সমস্যার সমাধান হবে।  ২০১৯ সাল পর্যন্ত ২ হাজার ৯১০টি বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং স্নাতকোত্তর কলেজ ফিস্ট কর্মসূচির আওতায় ২ হাজার ৯৭০ কোটি টাকা বিনিয়োগ করেছে ।

    বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা  বলেন  দেশে বিজ্ঞান ও প্রযুক্তি পরিকাঠামো ক্ষেত্রে  প্রচুর পরিমাণে অর্থ  বিনিয়োগ হতে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি পরিকাঠামো তৈরি, কার্যকরী ব্যবহার, রক্ষণাবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করেছে বলেও তিনি জানান।

 

CG/SS /NS


(Release ID: 1665558) Visitor Counter : 195