সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

বন্যার সমস্যা মোকাবিলায় মহারাষ্ট্রের ওয়াটার গ্রিড গঠনের পরামর্শ গড়করি'র

Posted On: 17 OCT 2020 3:14PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ অক্টোবর, ২০২০
 
 
 
 
    কেন্দ্রীয় সড়ক পরিবহণ, মহাসড়ক এবং অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি মহারাষ্ট্রে বন্যা সমস্যা মোকাবিলায় রাজ্য ওয়াটার গ্রিড গঠনের জন্য বিশদ প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত করার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। এই প্রকল্প খরা প্রবণ অঞ্চলে জলের যোগান সুনিশ্চিত করবে এবং বন্যার মতো সমস্যা মোকাবিলায় সম্পদ রক্ষার্থে বিশেষ সহায়তা প্রদান  করবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী উদ্ধব ঠাকরে এবং তাঁর মন্ত্রিসভার সদস্য  ও সাংসদ শ্রী শরদ পাওয়ারকে লিখিত এক চিঠিতে একথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণেরও আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য সরকার সিদ্ধান্ত নিলে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।
 
    শ্রী গড়করি চিঠিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন বন্যার কারণে প্রতি বছর মহারাষ্ট্রে জীবন-সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই বিষয়টির ওপর বিশেষ নজর দেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান, বন্যার ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। তাই এই প্রাকৃতিক বিপর্যের মোকাবিলায় একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন রয়েছে । 
 
    কেন্দ্রীয় মন্ত্রী মহারাষ্ট্র সরকারকে জাতীয় বিদ্যুৎ গ্রিড এবং মহাসড়ক গ্রিডের আদলে রাজ্যে ওয়াটার গ্রিড গঠনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, খরার কারণে জল না পেয়ে কৃষকদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই একাধিক অঞ্চলকে সেচের আওতায় নিয়ে আসার জন্য  এই পরিকল্পনা বিশেষ সহায়তা প্রদান করবে। তিনি বলেন, এরফলে কৃষি সামগ্রী উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ ও জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে। জলাধার, ড্রেন এবং জাতীয় সড়ক তৈরির জন্য অনেক সময় নদীতে পলি জমে যায়। সেই পলি তুলে জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া প্রয়োজন বলে তিনি চিঠিতে জানিয়েছেন । মহারাষ্ট্রে নাগপুর ও ওয়ার্ধা জেলায় যেভাবে বৃষ্টির জল ও ভূগর্ভস্থ জল সংরক্ষণের প্রয়াস নেওয়া হয়েছে সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।  
 
 
 
CG/SS/NS


(Release ID: 1665502) Visitor Counter : 145