অর্থমন্ত্রক

অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ বিশ্ব ব্যাঙ্কের উন্নয়ন কমিটির ১০২তম বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ গ্রহণ করেছেন

Posted On: 16 OCT 2020 7:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ই অক্টোবর, ২০২০
 
 
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ, আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব ব্যাঙ্কের উন্নয়ন কমিটির ১০২তম বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ গ্রহণ করেছেন। 
 
বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল বিশ্ব ব্যাঙ্কের বিশেষ গোষ্ঠীর কোভিড – ১৯ সঙ্কট মোকাবিলায় জীবন রক্ষা করা, সঙ্কটে উদ্ভুত বিরূপ পরিস্থিতির মোকাবিলা করা এবং ঋণ সংক্রান্ত ক্ষেত্রে আন্তর্জাতিক মূদ্রা তহবিল ও বিশ্ব ব্যাঙ্কের  যৌথ প্রতিবেদন বাস্তবায়ন।  
 
কোভিড – ১৯ মহামারীর প্রেক্ষিতে শ্রীমতী সীতারমণ, এপ্রিল মাসের শেষ বৈঠকের পর আজ পর্যন্ত উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির ওপর কি প্রভাব পড়েছে তা নিয়ে বিশদে আলোচনা করেছেন। তিনি বলেছেন, দারিদ্র দূরীকরণের জন্য বহু বছর ধরে যে উদ্যোগ নেওয়া হয়েছে আজ তা সঙ্কটের সম্মুখীন। ভারত সরকার মহামারীর প্রতিরোধ এবং এর ফলে আর্থসামাজিক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া কমানোর জন্য কি কি উদ্যোগ নিয়েছে বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে। 
 
শ্রীমতী সীতারমণ জানিয়েছেন সরকার, দরিদ্র মানুষদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো এবং খাদ্য সুরক্ষার জন্য ২৩০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ১০ শতাংশ অর্থাৎ ২৭,১০০ কোটি মার্কিন ডলারের বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যবসা – বাণিজ্যে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ, ৪৪টি কেন্দ্রীয় আইনকে সংশোধন করে শ্রম আইনের সরলীকরণ এবং বাস্তব সম্মত সংস্কার, রেশন কার্ডের জাতীয় স্তরে পোর্টাবিলিটির মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। নাবার্ড,  গ্রামাঞ্চলে অর্থনৈতিক সহায়তার জন্য কৃষি ক্ষেত্রে ২৭১৩ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত মূলধনের ব্যবস্থা করেছে। এছাড়াও জাতীয় গ্রামাঞ্চল কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। 
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো জানিয়েছেন, কোভিড – ১৯ মহামারীর প্রেক্ষিতে স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য ২০৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্বশীল অংশীদার হিসেবে ভারত তা অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত। এছাড়াও দক্ষিণ এশিয় অঞ্চলে প্রতিবেশী প্রথম নীতিতে অগ্রণী ভূমিকা ভারত পালন করছে। 
 
অর্থমন্ত্রী জানিয়েছেন, এই মহামারী প্রতিরোধে এক জোট হয়ে সকলকে কাজ করতে হবে। ২০২০-র অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে ভালো কর্মক্ষমতার বিষয়ে তিনি আশা প্রকাশ করেছেন, যেখানে বিশ্ব ব্যাঙ্ক কোভিড – ১৯ মহামারীর জন্য ৪৫০০ মার্কিন ডলারের সাহায্যের অঙ্গীকার করেছে। 
 
 
 
 
CG/CB/SFS


(Release ID: 1665339) Visitor Counter : 128