সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

অন্ধ্রপ্রদেশে ১৬টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন শ্রী নীতীন গড়করি

Posted On: 16 OCT 2020 2:45PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৬ অক্টোবর, ২০২০

 

 

        কেন্দ্রীয় সড়ক পরিবহন, মহাসড়ক ও অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নীতীন গড়করি আজ অন্ধ্রপ্রদেশে ১৬টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলির মোট দৈর্ঘ্য ১ হাজার ৪১১ কিলোমিটার। এরজন্য ব্যয় হবে ১৫ হাজার ৫৯২ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি এই অনুষ্ঠানে পৌরহিত্য করেছেন। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ ভি কে সিং এবং শ্রী জি কিষাণ রেড্ডি, অন্ধ্রপ্রদেশের সাংসদ, বিধায়ক এবং সরকার উচ্চপদস্থ কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

        শ্রী গড়করি এই উপলক্ষে বলেছেন, ২০১৪র মে মাসের আগে অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ১৯৩ কিলোমিটার জাতীয় সড়ক ছিল। বর্তমানে ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রাজ্যে জাতীয় সড়কের পরিমাণ ৬ হাজার ৮৬০ কিলোমিটার হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ৩৪ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পগুলির কাজ শেষ হবে। শ্রী গড়করি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বকেয়া প্রকল্পগুলি আলোচনার জন্য দিল্লীতে আসার আহ্বান জানিয়েছেন।  

        তিনি জানিয়েছেন, ভারতমালা পরিযোজনার আওতায় রাজ্যে ৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়াও এই পরিযোজনার আওতায় বন্দরগুলির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার জন্য ৪০০ কিলোমিটার সড়ক তৈরির পরিকল্পনা হয়েছে। দেশে ৩৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক ভারতমালা পরিযোজনার আওতায় তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ভারতমালা পরিযোজনার মতো বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে দিল্লী-মুম্বাই এক্সপ্রেসওয়ে, দিল্লী-অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়ে, চেন্নাই-বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ে, অনন্তপুর-অমরাবতী এক্সপ্রেসওয়ে অন্যতম।

        শ্রী গড়করি জানিয়েছেন ভারতমালা পরিযোজনার আওতায় ৩৩৫ কিলোমিটার দীর্ঘ অনন্তপুর-অমরাবতী এক্সপ্রেসওয়ে অন্ধ্রপ্রদেশের রাজধানীর সঙ্গে উপকূলবর্তী অঞ্চল ও রাজ্যের উত্তরভাগের মধ্যে যোগাযোগ তৈরি করবে। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর সঙ্গে রয়্যালসীমা অঞ্চলের অনন্তপুরের মধ্যে যোগাযোগের ফলে ওই অঞ্চলের আর্থিক বিকাশ হবে। মন্ত্রী জানিয়েছেন, এই এক্সপ্রেসওয়ে তৈরিতে জমি অধিগ্রহণের বিষয়ে রাজ্য সরকার সহায়তা করেছে। তিনি ভবিষ্যতেও অন্যান্য প্রকল্পে এই ধরণের সহায়তার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে টোল প্লাজা নির্মাণ এবং জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেওয়ার মতো বিষয়গুলিও রয়েছে।

        অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি রাজ্যের বিভিন্ন প্রস্তাবকে অনুমোদন দেওয়ায় শ্রী গড়করিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই প্রসঙ্গে জানান আগের এনডিএ সরকারের আমলে অনুমোদিত বেশ কয়েকটি প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি। সড়ক পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ ভি কে সিং বলেছেন, অন্ধ্রপ্রদেশকে সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি আশা করেছেন, ভবিষ্যতে এ ধরণের আরও অনেক প্রকল্প বাস্তবায়িত হবে। তারফলে অন্ধ্রপ্রদেশ সমৃদ্ধশালী রাজ্য হয়ে উঠবে।

 

 

CG/CB/NS



(Release ID: 1665140) Visitor Counter : 169