অর্থমন্ত্রক
পণ্য ও পরিষেবা করের ক্ষতিপূরণে ঘাটতি মেটাতে রাজ্যগুলির জন্য বিশেষ ব্যবস্থা
Posted On:
15 OCT 2020 6:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ অক্টোবর, ২০২০
প্রথম বিকল্পের আওতাধীন রাজ্যগুলিকে ১.১ লক্ষ কোটি বা তারও বেশি টাকা ঋণ নেওয়ার জন্য একটি বিশেষ জানলা ব্যবস্থাপনার সুযোগ করে দেওয়া হয়েছে। জিএসডিপির ০.৫% হারে খোলা বাজার থেকে ঋণ গ্রহণের জন্য অর্থ মন্ত্রক গত ১৩ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে। তবে এ ক্ষেত্রে যোগ্যতার জন্য সংশোধিত শর্তে কিছুটা শিথিল করা হয়েছে। এছাড়াও, প্রথম বিকল্পের আওতাধীন রাজ্যগুলি পরবর্তী অর্থবছর পর্যন্ত অব্যবহৃত ঋণ অব্যাহত রাখতে পারবে।
বিশেষ ব্যবস্থাপনার অধীনে, কেন্দ্রীয় সরকার উপযুক্ত কিস্তিতে ঋণ নিয়ে প্রায় ১.১ লক্ষ কোটি টাকার ঘাটতি পূরণ করবে। এতে কেন্দ্রীয় সরকারের আর্থিক ঘাটতির ওপর কোনও প্রভাব পড়বে না।
CG/SS
(Release ID: 1664973)
Visitor Counter : 215