প্রতিরক্ষামন্ত্রক

ভারত-চীন সেনা কমান্ডার-পর্যায়ের সপ্তম রাউন্ড বৈঠকের যৌথ প্রেস বিজ্ঞপ্তি

प्रविष्टि तिथि: 13 OCT 2020 5:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩অক্টোবর, ২০২০

 

চুশুলে সোমবার (১২ অক্টোবর) ভারত ও চীনের মধ্যে  শীর্ষ   সেনা কমান্ডার-পর্যায়ের সপ্তম রাউন্ড বৈঠক অনুষ্ঠিত হয়।  ভারত-চীন সীমান্তবর্তী পশ্চিম অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণের রেখা বরাবর সেনা প্রত্যাহারের বিষয়ে উভয় পক্ষের মধ্যে  আন্তরিক, গভীর ও গঠনমূলক মতবিনিময় হয়েছে।  তাদের মধ্যে  আলোচনা ইতিবাচক, গঠনমূলক এবং একে অপরের অবস্থান সম্পর্কে বোঝাতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে ।  উভয় পক্ষই সামরিক, কূটনৈতিক মাধ্যমে আলোচনা ও যোগাযোগ বজায় রাখতে এবং যত দ্রুত  সম্ভব সেনা প্রত্যাহারের  জন্য পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতেও সম্মত হয়েছে। উভয় দেশের নেতারা গুরুত্বপূর্ণ বোঝাপড়া ক্ষেত্রে যে বার্তা দিয়েছে তা  আন্তরিকভাবে বাস্তবায়ন,বিতর্কে ভিন্ন অবস্থান না নিতে  এবং যৌথভাবে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে  সম্মত হয়েছে  উভয় পক্ষ।

 

CG/SS


(रिलीज़ आईडी: 1664134) आगंतुक पटल : 299
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Tamil