ভূ-বিজ্ঞানমন্ত্রক

উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অঞ্চল অতিক্রম করে গভীর নিম্নচাপটি কাকিনাড়ার কাছে অবস্থান করছে

Posted On: 13 OCT 2020 9:11AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৩ অক্টোবর, ২০২০

 

 

    ভারতীয় আবহাওয়া দপ্তরের অন্তর্গত ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র থেকে আজ সকাল ৫.৩০টার সময়  পাওয়া তথ্য অনুযায়ী   পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি  প্রতি ঘন্টায় ১৭ কিলোমিটার গতিবেগে ক্রমশই পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। 

  এই নিম্নচাপটি বিশাখাপত্তনম থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং  অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে। সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন অঞ্চল অতিক্রম করে এই গভীর নিম্নচাপটি কাকিনাড়ার কাছাকাছি রয়েছে। এর জেরে আজ এবং আগামীকাল কর্ণাটকের উপকূল এবং সমগ্র উত্তরাংশ, মধ্যপ্রদেশ, দক্ষিণ কঙ্কণ ও গোয়ায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৫৫-৭৫ কিলোমিটার। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল এবং পশ্চিম-মধ্য অংশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু় ও পুদুচেরীর উপকূল অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বড় ঢেউ উঠতে পারে। একইসঙ্গে উত্তাল থাকবে সমুদ্র। এ কারণে পশ্চিম-মধ্য, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চম বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরীতে মৎস্যজীবীদের গভীর সমুদ্র মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। গভীর  নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির কারণে কোনও কোনও জায়গায় বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এমনকি কাঁচা বাড়িও ভেঙে যেতে পারে। এছাড়াও ধান, কলা, পেপে ও অন্যান্য উদ্যানজাত শস্যের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম গোদাবরী, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, শ্রীকাকুলাম, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে কৃষ্ণ জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

 

 

CG/ SS/NS



(Release ID: 1663962) Visitor Counter : 99