ভূ-বিজ্ঞানমন্ত্রক
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপ, আগামী ২৪ ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে
Posted On:
11 OCT 2020 10:21AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১ অক্টোবর, ২০২০
ভারতীয় আবহাওয়া দপ্তরের অন্তর্গত ঘূর্ণিঝড় পূর্বাভাস বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা গেছে শনিবার দক্ষিণ-পূর্ব সংলগ্ন এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমশই ঘনীভূত হয়ে সরে গিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। রবিবার এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৪৩০ কিলোমিটার দূরে দক্ষিণ-দক্ষিণ পূর্বে , কাকিনাড়া থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং নারসাপুর থেকে ৫২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। সোমবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশই পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং মঙ্গলবার রাতে এটি অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে নারসাপুর এবং বিশাখাপত্তনমের মধ্যে অবস্থান করবে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ও দক্ষিণ ওড়িশার উপকূল অঞ্চলে এবং দক্ষিণ ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে পশ্চিম-মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু় ও পুদুচেরী উপকূল অঞ্চলে সমু্দ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
CG/SS/NS
(Release ID: 1663656)
Visitor Counter : 126