যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

ইন্ডিয়া পোস্ট ৯-১৫ই অক্টোবর জাতীয় ডাক সপ্তাহ উদযাপন করছে

Posted On: 09 OCT 2020 5:24PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯ অক্টোবর, ২০২০

 

ইন্ডিয়া পোস্ট প্রতি বছরের মতো এবছরও ৯ই অক্টোবর থেকে জাতীয় ডাক সপ্তাহ উদযাপন শুরু করেছে। ১৮৭৪ সালে বার্ন শহরে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ৯ই অক্টোবর গঠিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ৯ই অক্টোবর আন্তর্জাতিক ডাক দিবস পালন করা হয়। ডাক বিভাগের বিষয়ে জনসাধারণকে সচেতন করে তুলতে, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডাক বিভাগের অবদান সম্পর্কে জানাতে আন্তর্জাতিক ডাক দিবস উদযাপন করা হয়ে থাকে। ডাক বিভাগ এই দিনটির সঙ্গে সাযুজ্য রেখে জাতীয় ডাক সপ্তাহ পালন করে। এই উপলক্ষে ৯ তারিখ আন্তর্জাতিক ডাক দিবস পালন করা হয়েছে। ১০ তারিখ ব্যাঙ্কিং দিবস, ১২ তারিখ পিএলআই দিবস অর্থাৎ ডাক জীবন বিমা দিবস পালন করা হবে। ১৩ তারিখ ফিলাটেলি দিবস পালনের মধ্য দিয়ে ডাক টিকিট সম্পর্কিত নানা তথ্য তুলে ধরা হবে। ওই দিন ন্যাশনাল ফিলাটেলি মিউজিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ তারিখ বাণিজ্য উন্নয়ন দিবস বা বিজনেস ডেভেলপমেন্ট ডে এবং ১৫ তারিখ মেইল ডে পালন করা হবে। এবছর মেইল ডে-তে কোভিড-১৯এর পরিস্থিতিতে ডাক কর্মীরা কিভাবে চিঠিপত্র আদান-প্রদান করছেন সে বিষয়ে জানানো হবে।

 

 

CG/CB/NS



(Release ID: 1663288) Visitor Counter : 116