আয়ুষ

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ গবেষণার জন্য অ্যামিটি ইউনিভার্সিটি ফর আয়ুর্বেদ রিসার্চের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে

प्रविष्टि तिथि: 08 OCT 2020 12:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ অক্টোবর, ২০২০

 

স্বাস্থ্য পরিষেবায় আয়ুর্বেদের মাধ্যমে চিকিৎসায় উৎসাহ দেওয়ার জন্য আয়ুষ মন্ত্রক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রকের অধীনস্থ অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ (এআইআইএ) ৭ই অক্টোবর অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংক্রান্ত একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আয়ুর্বেদ বিজ্ঞানের গবেষণা বাড়ানোই যার মূল উদ্দেশ্য।

অ্যামিটি বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে অ্যামিটি ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন গড়ে তোলে। এআইআইএ, এই ইন্সটিটিউটের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে আয়ুর্বেদ ওষুধের গুণমান নির্ধারণ এবং রসায়নবিদ্যা ভেষজ বিদ্যায় গবেষণার সুযোগ তৈরি ল। এই সমঝোতাপত্রের ফলে, ফার্মাসিউটিক্স, ফার্মাকোডায়নামিক এবং ফার্মাকোকাইনেটিক্স নিয়ে কাজ করতে সুবিধা হবে।

এই সমঝোতার মাধ্যমে আয়ুর্বেদ নিয়ে অত্যাধুনিক গবেষণার পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে আয়ুর্বেদ বিজ্ঞানের পরিচিতি ঘটানো সম্ভব হবে। এছাড়াও, আধুনিক বিজ্ঞানের সঙ্গে প্রচলিত জ্ঞানের মেল-বন্ধন ঘটিয়ে আয়ুর্বেদ গবেষণায় নতুন মাত্রা যোগ হবে।

আয়ুষ মন্ত্রক বর্তমান মহামারীর আবহে আন্তর্জাতিক স্তরে ভারতীয় চিকিৎসা ব্যবস্থাকে পরিচিত করাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে রোগ-প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন উপায় সম্পর্কে সকলে জানতে পারছেন। মন্ত্রক, আয়ুষ চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে রোগ-প্রতিরোধ করার জন্য সমভাবাপন্ন প্রতিষ্ঠানগুলির সঙ্গে আয়ুষের বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বিভিন্ন প্রকল্প রূপায়ণে উৎসাহী।

দুটি প্রতিষ্ঠান জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য গ্রহণযোগ্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে একযোগে কাজ করবে।

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1662771) आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Tamil , Telugu