প্রতিরক্ষামন্ত্রক

অ্যারো ইন্ডিয়া – ২০২১ উপলক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং রাষ্ট্রদূতদের সঙ্গে ভার্চুয়ালী গোল টেবিল বৈঠক করেছেন

Posted On: 07 OCT 2020 5:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ই অক্টোবর, ২০২০

 

 

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দপ্তর অ্যারো ইন্ডিয়া – ২০২১ উপলক্ষ্যে  রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চুয়ালী একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এই বৈঠকের পৌরহিত্য করেন। ২০০-র বেশি আমন্ত্রিত বৈঠকে যোগ দিয়েছেন। এদের মধ্যে ৭৫টির বেশি দেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা অ্যাটাশে এই বৈঠকে যোগ দেন। ৩ থেকে ৭ই ফেব্রুয়ারী কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ত্রয়োদশ  দ্বিবার্ষিক প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। নতুন দিল্লির বিভিন্ন দূতাবাসের পদস্থ আধিকারিকদের অ্যারো ইন্ডিয়া – ২০২১ সম্পর্কে জানানো হয়েছে। এর ফলে তারা তাদের দেশের থেকে প্রতিনিধিদের এই আয়োজনে যোগ দিতে উৎসাহিত করবেন। ভারতীয় বিমান বাহিনী ও প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামের উৎপাদন ক্ষমতা এখানে প্রদর্শিত হবে।

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বিমান বাহিনীর ও প্রতিরক্ষার সরঞ্জাম তৈরির শিল্পে বিশ্বের প্রথম ৫টি দেশের মধ্যে জায়গা করে নেবার জন্য অ্যারো ইন্ডিয়া – ২০২১ এর আয়োজন করা হয়েছে। আত্মনির্ভরতা এবং বন্ধু রাষ্ট্রগুলির চাহিদা পূরণের জন্য এই প্রদর্শনিতে সরকারী, বেসরকারী অংশীদারিত্ব থাকবে। শ্রী সিং বলেছেন, ২০২৫ সালের মধ্যে ২৫০০ কোটি মার্কিন ডলারের সমতুল অর্থমূল্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও পরিষেবা রপ্তানি ভারতের মূল উদ্দেশ্য। এর মধ্যে বিমান বাহিনীতে ব্যবহৃত ৫০০ কোটি মার্কিন ডলারের সমতুল পরিমাণ পণ্য ও পরিষেবা রপ্তানীর পরিকল্পনা রয়েছে।   

কোভিড – ১৯ এর আবহে বৈঠকে অংশগ্রহণকারীদের অ্যারো ইন্ডিয়া – ২০২১ এর বাণিজ্যিক লক্ষ্যের বিষয়ে জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ১১ই সেপ্টেম্বর এই প্রদর্শনীর ওয়েবসাইটের সূচনা করেন। তার পর প্রদর্শনীর ৯০ শতাংশ জায়গা উৎসাহী সংস্থাগুলি বুক করে নিয়েছে। এশিয়ার বৃহত্তম এই বিমান প্রদর্শনীতে বিভিন্ন বাণিজ্যিক আলোচনার পরিকল্পনা করা হয়েছে। ৫০০-র বেশি প্রদর্শনকারী এখানে যোগ দেবেন।

প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রদূতদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, তাঁদের দেশের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরা যাতে এই অনুষ্ঠানে যোগ দেন সেবিষয়ে উদ্যোগী হতে। শ্রী সিং এই অনুষ্ঠানে প্রদর্শনীর সরকারী উদ্বোধনী ফিল্মটি প্রকাশ করেছেন। এবারের প্রদর্শনীর মূল ভাবনা হল কোটি কোটি সুযোগের ডানা মেলার সম্ভাবনা।

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দপ্তর,  কোভিড – ১৯ পরিস্থিতিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেবিষয়ে বিস্তারিত জানিয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী বি.এস ইয়েদুরিয়াপ্পা অংশগ্রহণকারীদের জানিয়েছেন, কোভিড – ১৯ এর কথা বিবেচনা করে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ যশো নায়েক, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দপ্তরের সচিব শ্রী রাজ কুমারও বৈঠকে বক্তব্য রাখেন।

 

 

CG/CB/SFS



(Release ID: 1662582) Visitor Counter : 152