কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগর তহসিলের বসন্তগড় এবং চৌকি ব্লকের কৃষক, সরপঞ্চ ও আঞ্চলিক উন্নয়ন পর্ষদের সদস্যদের সঙ্গে নতুন কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-এর আলাপচারিতা

Posted On: 05 OCT 2020 6:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ অক্টোবর, ২০২০

 

নিজের  স্বার্থ চরিতার্থ করতে  যারা শোষণকারীদের সমর্থনকারী এবং কৃষিকদের শত্রু,  তারাই  নতুন কৃষি আইনের বিরোধিতা করছেন,বলে জানিয়েছেন  কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংহ।  তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কৃষি ক্ষেত্রে  সংস্কারগুলি ফসল উৎপাদনের  ব্যয় হ্রাস করেছে এবং   কৃষকদের  সুনির্দিষ্ট নূন্যতম সহায়ক মূল্য (এমএসপি) ব্যবস্থাপনায়  নিয়ে এসেছে। এমনকি যেখানে বেশি দামে ক্রেতা পাবেন সেখানেই কৃষকদের  ফসল বিক্রির সুযোগ এনে দিয়েছে। 

 

 জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগর  তহসিলের বসন্তগড় এবং চৌকি ব্লকের কৃষক, সরপঞ্চ ও আঞ্চলিক উন্নয়ন পর্ষদের সদস্যদের সঙ্গে  নতুন কৃষি আইন নিয়ে আজ মতবিনিময়ের সময়  কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং একথা জানান। 

 

ডঃ জিতেন্দ্র সিং অভিযোগ করেন আজ যারা কৃষকদের সঙ্গে নিয়ে আন্দোলন করেছেন তাঁরা দীর্ঘ দিন ধরে কৃষকদের সহায়তায় কোন কাজ না করে হাত গুটিয়ে বসে ছিলেন।আগে কৃষকদের কাছ থেকে অল্প দামে ফসল কিনে বহু গুণ দাম চড়িয়ে বাজারে ফসল বিক্রি  করা হত।আর এতে লাভবান হতো মধ্যস্থতাকারী ও কালো বাজারিরা।দরিদ্র কৃষকরা ক্রমশ দরিদ্র হয়ে যেতেন।কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। 

 

 ডঃ জিতেন্দ্র সিং বলেন, কৃষকদের সঙ্গে এতোদিন  শুধু মাত্র কেবল নির্মম আচরণ করা হয়নি, চরম অসংবেদনশীলতার পরিচয় দেওয়া  হয়েছে। যার ফলে বেশ কয়েকজন কৃষক আত্মহত্যা করেছিলেন।  মোদী সরকার কৃষকদের  সুরক্ষা ও স্বার্থ রক্ষায়  এমন ব্যবস্থা করেছেন এতে তাদের জীবনে স্বস্তি এবং কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে বলেও তিনি জানান।

 

 গত ছয় বছরের পরিসংখ্যানকে সামনে রেখে ডঃ জিতেন্দ্র সিং বলেন কৃষকদের সহায়তায় মোদী সরকারের উদ্দেশ্য সম্পর্কে কোনও সন্দেহের অবকাশ থাকার কোনও জায়গা নেই।  তিনি বলেন, মোদী সরকার কৃষি ক্ষেত্রে  এমন সংস্কারের  পরিকল্পনা করেছে  ও তা বাস্তবায়ন করেছে যা অতীতে কোনও সরকার কখনও করে নি। আলাপচারিতায় উপস্থিত ব্যক্তিরাও তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। 

 

 

CG/SS



(Release ID: 1661960) Visitor Counter : 86