সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

ট্রাক্টরের ক্ষেত্রে নিঃসরণ বিধি কার্যকর হবে আগামী বছর অক্টোবর থেকে, নির্মাণ উপকরণ যানের ক্ষেত্রে ২০২১ এর এপ্রিল থেকে

Posted On: 05 OCT 2020 5:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ই অক্টোবর, ২০২০

 

 

সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রক, জিএসআর – ৫৯৮ (ই) তাং ৩০শে সেপ্টেম্বর ২০২০-র মাধ্যমে সিএমভিআর – ১৯৮৯ এর সংশোধনী বিজ্ঞাপিত করেছে। নিঃসরণ বিধি পরবর্তী পর্যায়ের রূপায়ণের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রাক্টরের ক্ষেত্রে টিআরইএম, স্টেজ – IV, ক্ষেত্রে এটি কার্যকর হবে এবছরের অক্টোবরের পরিবর্তে আগামী বছর পয়লা অক্টোবর থেকে। মন্ত্রক, এই সংক্রান্ত অনুরোধ পেয়েছিল, কৃষি মন্ত্রক, ট্রাক্টর নির্মাতা এবং কৃষি সংস্থাগুলির কাছ থেকে। নির্মাণ উপকরণ যান-এর ক্ষেত্রে নিঃসরণ বিধির পরবর্তী পর্যায় ২০২১-এর পয়লা এপ্রিল অর্থাৎ ৬ মাস পেছনোর প্রস্তাব করা হয়েছে। 


সংশোধনের মাধ্যমে অন্যান্য মোটর যান, যেগুলির বিধির হিসেবে বিএস আছে, সেগুলির নিঃসরণ বিধির সঙ্গে ধোঁয়াশা দূর করার চেষ্টা করা হয়েছে। সংশোধনীতে আছেঃ- 


১) পৃথক নিঃসরণ বিধি, কৃষি যন্ত্র (কৃষি ট্রাক্টর, পাওয়ার টিলার এবং কম্বাইনড হারভেস্টার) এবং নির্মাণ উপকরণ যানের জন্য, এবং 


২) নিঃসরণ বিধির বৈশিষ্ট্য পরিবর্তন ভারত স্টেজ (সিইভি / টিআরইএম) – IV, এবং ভারত স্টেজ (সিইভি / টিআরইএম) – V থেকে 


   a. টিআরইএম স্টেজ– IV এবং টিআরইএম স্টেজ – V, কৃষি ট্রাক্টর এবং অন্য উপকরণের জন্য
   b. সিইভি স্টেজ – IV  এবং  সিইভি স্টেজ – V নির্মাণ উপকরণ যানের জন্য।


এই বিধিগুলি সংশোধন করতে খসড়া বিধিগুলি জিএসআর – ৪৯১ (ই) তাং ৫ই অগাস্ট ২০২০-র বিজ্ঞপ্তি মোতাবেক প্রকাশ করা হয়। 

 


CG/AP/SFS



(Release ID: 1661959) Visitor Counter : 95