সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

ভারতীয় সাংকেতিক ভাষায় শিক্ষামূলক বিষয়বস্তু প্রকাশ করার জন্য আগামীকাল আইএসএলআরটিসি এবং এনসিইআরটি-র মধ্যে ঐতিহাসিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হবে

Posted On: 05 OCT 2020 6:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ই অক্টোবর, ২০২০

 

 

ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার (আইএসএলআরটিসি) এবং এনসিইআরটি বধির ছাত্র-ছাত্রীদের জন্য সাংকেতিক ভাষায় শিক্ষামূলক বিষয়বস্তু প্রকাশ করার উদ্দেশে একটি ঐতিহাসিক সমঝোতা পত্র আগামীকাল স্বাক্ষরিত হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড. থাওয়ার চাঁদ গেহলট এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পেখরিয়াল ‘নিশাঙ্ক’-এর উপস্থিতিতে এই চুক্তি ভার্চুয়ালি স্বাক্ষরিত হবে।  

এই চুক্তি অনুসারে এনসিইআরটি-র পাঠ্যপুস্তক, শিক্ষকদের হ্যান্ডবুক ও অন্যান্য আনুসঙ্গিক শিক্ষা সরঞ্জাম এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ইংরেজী ও হিন্দি মাধ্যমের সব বিষয় ডিজিটাল ফরমেটে ভারতীয় সাংকেতিক ভাষায় প্রকাশ করা হবে। এই চুক্তির ফলে বধির ছাত্র – ছাত্রীরা ভারতীয় সাংকেতিক ভাষায় এনসিইআরটি-র পাঠ্যপুস্তক পাবে। এর ফলে এই ধরণের ছাত্র – ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দেশে সাংকেতিক ভাষার অভিন্ন মান বজায় রাখতে হবে। আইএসএলআরটিসি, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ভিন্ন ভাবে সক্ষমদের দপ্তরের অধীনস্থ একটি স্বায়ত্ত্বশাসিত সংস্থা। ভারতীয় সাংকেতিক ভাষাকে জনপ্রিয় করার জন্য এই সংস্থা কাজ করে চলেছে।

 

 

CG/CB/SFS



(Release ID: 1661919) Visitor Counter : 118