নির্বাচনকমিশন
মণিপুর বিধানসভায় শূন্য পদের উপনির্বাচনের সূচী
Posted On:
05 OCT 2020 3:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ই অক্টোবর, ২০২০
কমিশন মণিপুরের বিধানসভায় নিম্নলিখিত ৩টি শূন্য আসনের জন্য উপনির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
ক্রমিক নং
|
রাজ্য
|
বিধানসভা কেন্দ্রের নম্বর এবং নাম
|
১
|
মণিপুর
|
২২ – ওয়াংগোই
|
২
|
মণিপুর
|
৫১ – সাইতু (তপশিলি উপজাতী)
|
৩
|
মণিপুর
|
৬০ - সিংঘাত(তপশিলি উপজাতী)
|
স্থানীয় উৎসব, আবহাওয়া পরিস্থিতি, বাহিনী চলাচল, মহামারী ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনা করে কমিশন নিম্নলিখিত সূচী অনুযায়ী শূন্যপদগুলিতে উপনির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনী নির্ঘন্ট
|
সূচী
|
বিজ্ঞপ্তি জারির তারিখ
|
১৩.১০.২০২০ (মঙ্গলবার)
|
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ
|
২০.১০.২০২০ (মঙ্গলবার)
|
স্ক্রুটিনির তারিখ
|
২১.১০.২০২০ (বুধবার)
|
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ
|
২৩.১০.২০২০ (শুক্রবার)
|
ভোট গ্রহণের তারিখ
|
০৭.১১.২০২০ (শনিবার)
|
গণনার তারিখ
|
১০.১১.২০২০ (মঙ্গলবার)
|
নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার তারিখ
|
১২.১১.২০২০ (বৃহস্পতিবার)
|
১. ভোটার তালিকাঃ-
০১.০১.২০২০ তে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ভোট নেওয়া হবে।
২. ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভিভিপ্যাট -
উপরোক্ত উপনির্বাচনের জন্য যথেষ্ট সংখ্যক ইভিএম এবং ভিভিপ্যাটের ব্যবস্থা করা হয়েছে।
৩) ভোটদাতা চিহ্নিতকরণঃ-
চলতি প্রথা মেনেই উপরোক্ত উপনির্বাচনে ভোটগ্রহণের সময় ভোটদাতাদের পরিচয় চিহ্নিতকরণ বাধ্যতামূলক। ইলেক্টোরাল ফটো আইডেনটিটি কার্ড (এপিক) ভোটদাতা চিহ্নিত করণের প্রধান নথি। কোনো ভোটদাতাই যাতে ভোটদান থেকে বঞ্চিত না হন, তাহলে ভোটার তালিকায় নাম থাকলে নিম্নলিখিত বিকল্প পরিচয় পত্র গ্রাহ্য হবে।
১) আধার কার্ড
২) এমএনআরইজিএ জব কার্ড
৩)প্যান কার্ড
৪) ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের দেওয়া ফটোসহ পাশ বই।
৫) শ্রমমন্ত্রকের কর্মসূচীতে দেওয়া স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড।
৬) ড্রাইভিং লাইসেন্স।
৭) পাসপোর্ট
৮) কর্মচারীদের নিজ প্রতিষ্ঠানের দেওয়া পরিচয়পত্র।
৯) এনপিআর এর অধীনে আরজিআই -এর দেওয়া স্মার্টকার্ড।
১০) ছবি সহ অবসর ভাতার নথি।
১১) সাংসদ, বিধায়ক, বিধান পরিষদের সদস্যদের সরকারী পরিচয় পত্র।
৪. আদর্শ আচরণ বিধিঃ-
বিধানসভা কেন্দ্রগুলি আংশিক বা সম্পূর্ণভাবে যে জেলার অন্তর্ভুক্ত সেখানে অবিলম্বে আদর্শ আচরণবিধি বলবৎ হবে। আদর্শ আচরণ বিধির আওতায় পড়বেন সব প্রার্থী, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের ওপরেও আদর্শ আচরণ বিধি প্রযোজ্য।
৬ই মার্চ ২০২০’র পত্র নম্বর ৩/৪/২০২০/এসডিআর/ভলিউম ৩ এবং ১৬ই সেপ্টেম্বর ২০২০-র পত্র নম্বর ৩/৪/২০১৯/এসডিআর/ভলিউম ৪ মোতাবেক প্রার্থী এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দ্বারা অপরাধমূলক বিজ্ঞপ্তি জারি করতে হবে।
৮০ বছরের উপর বরিষ্ঠ নাগরিক এবং পিডব্লুডি ভোটদাতাদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা, নির্বাচনী ব্যয় ব্যবস্থাপনা ইত্যাদি সহ অন্যান্য নির্দেশ উপরোক্ত উপনির্বাচনে প্রযোজ্য হবে।
৫. কোভিড – ১৯ এর সময় উপনির্বাচন পরিচালনার জন্য বিস্তারিত নীতি নির্দেশিকা যা পালন করতে হবেঃ-
কোভিড – ১৯ এর সংক্রমণের পরিপ্রেক্ষিতে কমিশন ২০২০-র ২১শে অগাস্টে জারি করা বিস্তারিত নীতি নির্দেশিকা কঠোরভাবে পালন করতে হবে উপনির্বাচনের সময়। কমিশনের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিবরণী পাওয়া যাবে।
CG/AP/SFS
(Release ID: 1661916)
Visitor Counter : 119