বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

রেইজ ২০২০র তৃতীয় দিনে এমআইটি, গুগল রিসার্চ ইন্ডিয়া, আইবিএম ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়া, বার্কলে এবং বিশ্ব অর্থনীতি মঞ্চের প্রখ্যাত বিশেষজ্ঞরা অংশ নেবেন

Posted On: 03 OCT 2020 11:15AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩ অক্টোবর, ২০২০

 

 

     রেইজ ২০২০ শিখর সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমেরিকার এমআইটি-র ডিরেক্টর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড এআই ল্যাব অধ্যাপক ড্যানিয়েলা রুজ, গুগল রিসার্চ ইন্ডিয়ার ডিরেক্টর, এআই ফর সোশ্যাল গুডস ডঃ মিলিন্দ তাম্বে, আইবিএম ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার এমডি শ্রী সন্দীপ প্যাটেল, বার্কলের কম্পিউটার বিজ্ঞানী ডঃ জোনাথন স্টুয়ার্ট রাসেল, বিশ্ব অর্থনৈতিক মঞ্চের শ্রীমতী অরুণিমা সরকার এবং অন্যরা ৭ই অক্টোবর শিখর সম্মেলনের তৃতীয় দিনে উপস্থিত থাকবেন। ৫ই অক্টোবর থেকে ৯ই অক্টোবর ২০২০ পর্যন্ত ‘রেসপনসিবল এআই ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট ২০২০’ রেইজ ২০২০ শীর্ষক আন্তর্জাতিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভার্চুয়াল শিখর সম্মেলনের আয়োজন করেছে ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ও নীতি আয়োগ।

     অধ্যাপক রুজ কৃত্রিম মেধা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে বলবেন। ২০২০র জুনে ভারত ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালী, মেক্সিকো, জাপান, নিউজিল্যান্ড, কোরিয়া এবং সিঙ্গাপুরের সঙ্গে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেয়। ডঃ রুজের সঙ্গে এই অধিবেশনে থাকবেন ডঃ রাসেল এবং শ্রীমতী সরকার, তার সঙ্গে এআই ফাউন্ড্রির যুগ্ম প্রতিষ্ঠাতা শ্রী উমাকান্ত সোনি।

     মাইক্রোসফ্ট-এর ন্যাশনাল টেকনোলজি অফিসার ডঃ রোহিনী বৎস এআই সম্পন্ন কর্মীদলের জন্য দক্ষতা বৃদ্ধির ওপর বলবেন একটি অধিবেশনে। সঙ্গে থাকবেন ওয়ার্ল্ডওয়াইড লার্নিং ফিল্ডের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী লরা লংকোর এবং ন্যাশকমের শ্রীমতী কীর্তি শেঠ।

     ডঃ মিলিন্দ তাম্বে একটি অধিবেশনে দায়িত্ববান এআই গঠনের গবেষণার প্রয়োজনীয়তা নিয়ে বলবেন। শ্রী সন্দীপ পাটিল একটি অধিবেশনে বলবেন বৃদ্ধির জন্য এআই-এর প্রয়াসের সমস্যা এবং সুযোগ নিয়ে। তার সঙ্গে থাকবেন বেস্ট সেলার ইন্ডিয়ার শ্রী রঞ্জন শর্মা, মারুতি সুজুকি ইন্ডিয়ার এভিপি শ্রী তরুণ আগরওয়াল, অ্যাপোলো হসপিটালের সিআইও অরবিন্দ শিবরামকৃষ্ণণ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি এমডি শ্রী অনুপ মহাপাত্র, আইবিএম গ্লোবাল বিজনেস সার্ভিস-এর জিএম শ্রীমতী লুলা মহান্তি এবং ফেডারেল ব্যাঙ্কের শ্রীমতী শালিনী ওয়ারিয়র।

     ওই দিনে আগুনের পাশে বসে আলাপচারিতা করবেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর এস শর্মা এবং সেন্টার ফর দ্যা ডিজিটাল ফিউচারের চেয়ারপার্সন আর চন্দ্রশেখর। কথা হবে এআই সমাধানের পাশাপাশি মানব কেন্দ্রিক পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে।

     এআই রিসার্চ-ল্যাব টু মার্কেট শীর্ষক একটি বিশেষ অধিবেশন হবে। সেখানে ভাষণ দেবেন ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক বিজয় রাঘবন।

     স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত নিয়ে ভাষণ দেবেন ডঃ সুনীল ওয়াদওয়ানি।

     পার্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক রায় মস্তিষ্ক এবং এআই-এর বিষয়ে বলবেন।

     এ পর্যন্ত ১২৩টি দেশের ৩৫ হাজার ৩৪এর বেশি বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তি এতে অংশ নেওয়ার জন্য নথিভুক্ত হয়েছেন।

     কৃষি থেকে উন্নত প্রযুক্তি এবং স্বাস্থ্য পরিষেবা থেকে পরিকাঠামো ভারত কৃত্রিম মেধায় দ্রুত উন্নয়নের মধ্যে। ভারত সারা বিশ্বের এআই গবেষণাগার হতে পারে এবং স্বশক্তিকরণের মাধ্যমে সকলের জন্য উন্নয়ন ও বৃদ্ধির অবদান রাখতে পারে। দ্য রেইজ ২০২০ শিখর সম্মেলন আলোচনা এবং সহমত গড়ে তোলার জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করবে যাতে তথ্য সমৃদ্ধ পরিবেশ গড়ে উঠে সারা বিশ্বের জীবনে রূপান্তরে সাহায্য করবে।

http://raise2020.indiaai.gov.in/

 

 

CG/AP/NS


(Release ID: 1661466) Visitor Counter : 136