পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
মোটর গাড়ির জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সম্পর্কে এই প্রথম ভারত-রাশিয়ার মধ্যে আয়োজিত ওয়েবিনার
Posted On:
02 OCT 2020 7:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ অক্টোবর, ২০২০
মোটর গাড়ির জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের ওপর ভারত এবং রাশিয়ার মধ্যে এই প্রথম ওয়েবিনারের আয়োজন করা হয়। ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং রাশিয়ার শক্তি মন্ত্রক যৌথ উদ্যোগে এই ওয়েবিনারের আয়োজন করা হয়।
এই ওয়েবিনারের সূচনায় ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব শ্রী তরুণ কাপুর জানান, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং রাশিয়া সরকারের শক্তি মন্ত্রকের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা পত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি মিঃ ভ্লাদিমির পুতিন। শ্রী কাপুর বলেন, পরিবেশ বান্ধব হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের লক্ষ্যে এই সমঝোতা পত্র বিশেষ সাহায্য করবে।
মোটর গাড়ির জ্বালানির ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার উভয় দেশের ক্ষেত্রেই লাভজনক। তাই দুই দেশই মোটর গাড়ি জ্বালানিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের বিষয়ে প্রচার চালাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বলে মন্ত্রকের সচিব জানিয়েছেন।
ওয়েবিনারে উপস্থিত রাশিয়ার উপমন্ত্রী মিঃ অ্যান্টন ইন্যুৎসিন জানান, এক্ষেত্রে তথ্য আদান-প্রদানের ফলে উভয় দেশই লাভবান হবে এবং আগামী দিনে যৌথভাবে বিনিয়োগ করে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়া সম্ভবপর হবে।
রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মিঃ ডি.বি. ভেঙ্কটেশ বর্মা ওয়েবিনারে স্বাগত ভাষণ দেন। তিনি দুই দেশের মধ্যে ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। আগামী দিনেও ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। এদিনের ওয়েবিনারে পরিবহণ জ্বালানি হিসেবে এলএনজি এবং সিএনজি-র বিষয়ে দুটি প্রযুক্তিগত অধিবেশন ছিল। এই অধিবেশে ভারত ও রাশিয়ার উভয় দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। ভারতীয় বক্তারা পরিবহণ জ্বালানি হিসেবে এলএনজি এবং সিএনজি-র ব্যবহার, নীতি এবং ভারতীয় বাজারে এর ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। কার্বন নিঃসরণ কমাতে পরিবহণ জ্বালানি হিসেবে এলএনজি-র ব্যবহারের বিষয়ে ভারত বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও তাঁরা জানান। ২০৩০ সালের মধ্যে ভারতে প্রায় ১,২০,০০০ এলএনজি পরিচালিত গাড়ি চালানো হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
সিএনজি-র ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে শহর গ্যাস বিতরণ ব্যবস্থাপনা সম্প্রসারণ করা হচ্ছে। এখন ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪০০টি জেলায় এই শহর গ্যাস বিতরণ ব্যবস্থাপনার সুযোগ সুবিধা প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে সিএনজি ক্ষেত্রে আগামী দিনে ৩/৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ওয়েবিনারে ভারতীয় সংস্থা জিএআইএল লিমিটেড এবং ইন্ডান ওয়েল কর্পোরেশন লিমিটেড ভারতে পরিবহণ জ্বালানি হিসেবে এলএনজি এবং সিএনজি-র ব্যবহার সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে। আলোচনায় উভয় দেশই প্রাথমিক ভিত্তিতে মোটর গাড়ির জ্বালানিতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের বিষয়টি কার্যকরি করে তুলতে একাধিক প্রকল্প চালু করার কথা জানায়। এক্ষেত্রে সাফল্য এলে আগামী দিনে জাতীয় স্তরে যৌথ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
CG/SS/SKD
(Release ID: 1661190)
Visitor Counter : 130