ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

গান্ধী জয়ন্তীর ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে শিল্পীদের ক্ষমতায়নে কেভিআইসি-র ১৫০টি কর্মসূচি

Posted On: 01 OCT 2020 5:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ অক্টোবর,  ২০২০

 


জাতির জনক মহাত্মা গান্ধীর গৌরবময় সার্ধজন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (কেভিআইসি) ১৫০টি কর্মসূচি আয়োজন করেছে।


গান্ধী জয়ন্তীর প্রাক্কালে বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা এই ১৫০টি কর্মসূচির সূচনা করেন। গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে এই প্রথম কমিশনের পক্ষ থেকে সারা দেশে এত ব্যাপকভাবে কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিল্পীদের ক্ষমতায়নে উত্তর-পূর্বের রাজ্যগুলি ছাড়াও পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাডু, হিমাচল প্রদেশ, গুজরাট এবং জম্মু ও কাশ্মীরে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কমিশনের উচ্চাকাঙ্খী কুম্ভকার সশক্তিকরণ যোজনা মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ি এলাকাতেও পৌঁছে গিয়েছে। এখানকার ফুলবাড়ি গ্রামে ৪০টি মৃৎশিল্পী পরিবারের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ১০টি ভিন্ন ভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।


গান্ধী জয়ন্তীর প্রাক্কালে সারা দেশে কমিশনের পক্ষ থেকে ৪১টি নতুন খাদি সামগ্রী বিক্রয় কেন্দ্র, পিএমইজিপি-র আওতায় ২৭টি নতুন উৎপাদন ইউনিট, ১৪টি নতুন বিশ্রামাগার এবং অভিন্ন সুবিধা প্রদান কেন্দ্র চালু হয়েছে। খাদি সামগ্রীর নতুন বিক্রয় কেন্দ্রগুলির মধ্যে ৮টি চালু হয়েছে বারাণসীতে।


এই উপলক্ষে কমিশনের চেয়ারম্যান বলেন, এ ধরনের কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য হ’ল – সুস্থায়ীভাবে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং শিল্পীদের আত্মনির্ভর করে তোলা। মহাত্মা গান্ধী সর্বদাই বিশ্বাস করতেন, দেশের সার্বিক উন্নয়নে গ্রাম ব্যবস্থার পুনরুজ্জীবন সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র। স্বয়ং প্রধানমন্ত্রীও গান্ধীর এই স্বপ্ন সাকার করতে সচেষ্ট হয়েছেন।


সারা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কমিশনের পক্ষ থেকে পৃথক পৃথক অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি, পশ্চিমবঙ্গেও নতুন ১০টি খাদি সামগ্রী বিক্রয় কেন্দ্র এবং ৩টি নতুন অভিন্ন সুবিধা প্রদান কেন্দ্রও চালু করা হয়েছে।


এদিকে কমিশন আগামীকাল থেকে সবধরনের খাদি সামগ্রীর ওপর ২০ শতাংশ হারে বার্ষিক সেলের কথা ঘোষণা করেছে। খাদি নির্মিত সামগ্রীগুলির দামের ক্ষেত্রে ২০ শতাংশ ছাড়ের এই সুবিধা পয়লা অক্টোবর মধ্যরাত্রি থেকেই অনলাইন (http://www.kviconline.gov.in/khadimask) – এ শুরু হচ্ছে।

 


CG/BD/SB



(Release ID: 1660981) Visitor Counter : 154