শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শ্রী অপূর্ব চন্দ্র

Posted On: 01 OCT 2020 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২০

 

 

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস)-এর ১৯৮৮ সালের মহারাষ্ট্র ক্যাডারের আধিকারিক শ্রী অপূর্ব চন্দ্র আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের নতুন সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন। শ্রী চন্দ্র এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা অধিগ্রহণের বিশেষ মহানির্দেশকের দায়িত্ব সামলেছেন। প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে দেশীয় শিল্প সংস্থাগুলির থেকে তা সংগ্রহ করার মধ্য দিয়ে আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করার জন্য তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একইসঙ্গে, প্রতিরক্ষা বাহিনীগুলি যাতে অত্যাধুনিক সরঞ্জাম পায়, সেটিকেও তিনি নিশ্চিত করেছেন।

 

শ্রী চন্দ্র আইআইটি দিল্লি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন।

 

২০১৭-র পয়লা ডিসেম্বর থেকে শ্রী চন্দ্র প্রতিরক্ষা মন্ত্রকের অধিগ্রহণ সংক্রান্ত বিভাগের মহানির্দেশকের দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সশস্ত্র বাহিনীগুলির ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের পদ্ধতি নির্ধারণের জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটির খসড়া তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২০ সালের প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহ পদ্ধতি পয়লা অক্টোবর, অর্থাৎ আজ থেকে কার্যকর হয়েছে। আত্মনির্ভর ভারত অভিযানকে সাহায্য করাই এর অন্যতম লক্ষ্য।

 

CG/CB/DM


(Release ID: 1660708) Visitor Counter : 110