পর্যটনমন্ত্রক
ভার্চ্যুয়াল মাধ্যমে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের বিশ্ব পর্যটন দিবস উদযাপন
Posted On:
27 SEP 2020 4:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২০
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক আজ ভার্চ্যুয়াল মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এছাড়াও, এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সচিব শ্রী যোগেন্দ্র ত্রিপাঠী, অতিরিক্ত মহানির্দেশক শ্রীমতী মীনাক্ষী শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ বছর রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থা মূল ভাবনা হিসাবে তুলে ধরেছে ‘পর্যটন ও গ্রামোন্নয়ন’। এর পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে পর্যটন শিল্প বিশেষ ভূমিকা পালন করতে পারে। এই বিষয়গুলির ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে ‘সাথী’ নামে বিশেষ এক অ্যাপলিকেশনের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। পর্যটন মন্ত্রকের উদ্যোগে এই অ্যাপ তৈরি করা হয়েছে। মূলত, আতিথেয়তা শিল্পের সঙ্গে যুক্ত কর্মী, হোটেল কর্মচারী এবং অতিথিদের নিরাপদ পরিষেবা প্রদান এবং পর্যটকদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলার ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদান করবে এই অ্যাপটি। এদিন অনুষ্ঠানে শ্রী প্রধান ‘পথিক’ নামে একটি চলচ্চিত্রের সূচনা করেন। ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট ফেসিলেটর্স সার্টিফিকেশন প্রোগ্রামের উদ্যোগে এবং পর্যটন বিষয়ে আলোচনা, উদ্যোগ, সম্মেলন ও প্রদর্শনীর লক্ষ্যে এই চলচ্চিত্র তৈরি করা হয়েছে। এই চলচ্চিত্রের মাধ্যমে পর্যটন, ব্যবসা, আতিথেয়তা, পর্যটন কেন্দ্রে সুরক্ষা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে একাধিক বার্তা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের ভাষণে শ্রী প্রধান পর্যটন মন্ত্রকের উদ্যোগে এই ‘সাথী’ অ্যাপলিকেশনের সূচনার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি ওয়েবিনার সিরিজের আওতায় ‘দেখো আপনা দেশ’ – এর মাধ্যমে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, অপরিচিত গন্তব্য স্থান, রান্নার পদ্ধতি ইত্যাদি বিষয় তুলে ধরার জন্য পর্যটন মন্ত্রকের ভূয়সী প্রশংসা করেন। পর্যটন কেন্দ্রগুলিতে স্বচ্ছ জ্বালানি ব্যবহারের ওপরও জোর দেন। এমনকি, পর্যটন স্থান ও পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাটারি-চালিত যানবাহন ব্যবহারের আহ্বান জানান। শ্রী প্রধান দেশের গন্তব্য স্থানগুলিতে পর্যটকদের সুবিধার্থে প্রশিক্ষিত পেশাদারের ব্যবস্থা ও সুযোগ-সুবিধার ওপর জোর দেন।
অনুষ্ঠানের ভাষণে শ্রী প্যাটেল দেশের পর্যটনের বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০২২ সালের মধ্যে প্রতিটি নাগরিককে কমপক্ষে ১৫টি গন্তব্য স্থান পরিদর্শন করার জন্য যে আহ্বান জানিয়েছিলেন, সে বিষয়টিকে তুলে ধরেন। তিনি বলেন, দেশের সমৃদ্ধশালী ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন পর্যটনের বিকাশ ঘটলে স্থানীয় অর্থনীতির উন্নতি সম্ভব হবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে। মহামারী পরিস্থিতিতে মন্ত্রক দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী গন্তব্য স্থল ও পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে একাধিক ওয়েবিনারের আয়োজন করেছে বলেও তিনি জানান। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে ৫৪টি ওয়েবিনার আয়োজন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও, MyGov.in – এ পর্যটন বিষয়ের ওপর ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থানের বিকাশে স্থানীয় পর্যটন ক্ষেত্রের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও শ্রী প্যাটেল জানান।
CG/SS/SB
(Release ID: 1659843)
Visitor Counter : 171