সারওরসায়নমন্ত্রক

প্লাস্টিক প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতিতে সরকার অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত প্লাস্টিক পার্ক তৈরি করছে

Posted On: 23 SEP 2020 12:40PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৩ সেপ্টেম্বর, ২০২০

 

 

        কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়া বলেছেন, দেশে প্লাস্টিক প্রক্রিয়াকরণ শিল্পের জন্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত প্লাস্টিক পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র এই প্রকল্পে ৫০ শতাংশ ব্যয়ভার বহন করে। এক্ষেত্রে প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ সীমা ৪০ কোটি টাকা হতে হবে। প্রকল্পের বাকি অর্থ রাজ্য সরকার, সুবিধাভোগী শিল্প সংস্থা এবং আর্থিক সংস্থাগুলি যোগান দেয়।

        রসায়নিক এবং পেট্রো রসায়ন দপ্তর দেশে ১০টি প্লাস্টিক পার্কের অনুমোদন দিয়েছে। এরমধ্যে ৬টি পার্কের অনুমোদন চূড়ান্ত হয়েছে। এই পার্কগুলি অসম, মধ্যপ্রদেশ (২টি পার্ক), ওড়িশা, তামিলনাড়ু এবং ঝাড়খন্ডে গড়ে উঠবে। বাকি ৪টি পার্কের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন জমা পরেছে। এরমধ্যে উত্তরাখন্ড এবং ছত্তিশগড়ের প্রস্তাবের মূল্যায়ণ করা হচ্ছে। বাকি ২টি পার্কের প্রস্তাব এখনও বিবেচনাধীন।

 

 

CG/CB/NS



(Release ID: 1658264) Visitor Counter : 172