আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

পিএম স্বনিধি প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে

Posted On: 21 SEP 2020 3:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২০   

 

 

আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক পয়লা জুন প্রাইম মিনিস্টার স্ট্রীট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি স্কিম (পিএম স্বনিধি)-র সূচনা করেছিল। দেশের ৫০ লক্ষ রাস্তার হকারকে ১ বছরের মেয়াদে ঋণ আদায় নিশ্চিত করার জন্য অতিরিক্ত জামানত ছাড়াই ১০ হাজার টাকার ঋণ দেওয়া এই প্রকল্পের উদ্দেশ্য । যারা নিয়মিত ঋণ পরিশোধ করবেন তাদের জন্য বার্ষিক ৭ শতাংশ সুদে ভর্তুকি দেওয়া হবে । এছাড়াও যারা নির্ধারিত ভাবে ডিজিটাল প্রক্রিয়ায় আর্থিক লেনদেন করবেন তাদের প্রতি মাসে ১০০ টাকা ফেরত দেওয়া হবে । হকাররা নির্দিষ্ট সময়ে বা আগে ঋণ পরিশোধ করলে বর্ধিত পরিমাণে মূলধন পাবেন । এই প্রকল্প বাস্তবায়ণের জন্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহায়তায় একটি তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । ২রা জুলাই থেকে ঋণ দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে ।

এই প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । ১৭-ই সেপ্টেম্বরের হিসেব অনুসারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ১২০ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার টাকা মোট ঋণ পেয়েছে । এরমধ্যে পশ্চিমবঙ্গ ৩০ হাজার টাকা, ত্রিপুরা ৩ লক্ষ ১০ হাজার টাকা, অসম ১ লক্ষ ৪০ হাজার টাকা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ বাবদ পেয়েছে ।

রাজ্যসভায় আজ এক প্রশ্নে লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি ।

 

 

CG/CB/AS



(Release ID: 1657485) Visitor Counter : 151