অর্থমন্ত্রক

পিএমজেডিওয়াই প্রকল্পের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বীমার সুবিধে

Posted On: 20 SEP 2020 2:10PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২০শে সেপ্টেম্বর, ২০২০

 

 

প্রধানমন্ত্রী জন-ধন যোজনার (পিএমজেডিওয়াই) আওতায় বিনামূল্যে রূপে কার্ড সব অ্যাকাউন্ট হোল্ডারদের দেওয়া হয়েছে। এছাড়া এঁরা এক লক্ষ টাকার দুর্ঘটনা বীমা ভুক্ত। ২০১৮-র ২৮শে আগস্টের পর এই বীমার পরিমাণ এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়েছে। রাজ্য সভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর।

মন্ত্রী আরো জানিয়েছেন, পিএমজেডিওয়াই-এর ইচ্ছুক অ্যাকাউন্ট হোল্ডাররা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (পিএমএসবিওয়াই) এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (পিএমজেজেবিওয়াই)-তে যুক্ত হতে পারেন।  

পিএমএসবিওয়াই প্রকল্পে ১৮ থেকে ৭০ বছর বয়সীরা যুক্ত হতে পারেন। এই প্রকল্পে বছরে মাত্র ১২ টাকা দিলে তাঁরা  দুই লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমার আওতায় আসবেন। অ্যাকাউন্ট হোল্ডারদের অনুমতি সাপেক্ষে প্রিমিয়ামের টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

পিএমজেজেবিওয়াই প্রকল্পে ১৮ থেকে ৭০ বছর বয়সীরা যুক্ত হতে পারবেন। এই প্রকল্পে বছরে ৩৩০ টাকা দিলে তাঁরা দুই লক্ষ টাকার জীবন বীমার আওতায় আসবেন। অ্যাকাউন্ট হোল্ডারদের অনুমতি সাপেক্ষে প্রিমিয়ামের টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।  

 

 

CG/CB



(Release ID: 1657112) Visitor Counter : 148