পঞ্চায়েতিরাজমন্ত্রক

ই-গ্রাম স্বরাজ পোর্টাল

Posted On: 20 SEP 2020 4:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর, ২০২০

 


গ্রামীণ ভারতের ক্ষমতায়নের লক্ষ্যে পঞ্চায়েত ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যে এক অভিন্ন মাধ্যম হিসাবে মন্ত্রক ই-গ্রাম স্বরাজ পোর্টাল (https://egramswaraj.gov.in) তৈরি করেছে। এ ধরনের পোর্টাল তৈরির উদ্দেশ্যই হ’ল গ্রাম পঞ্চায়েত পরিচালিত বিভিন্ন কাজকর্মের ওপর নজরদারি চালানো এবং সেগুলির অগ্রগতির মূল্যায়ন।


ই-গ্রাম স্বরাজ পোর্টালে গ্রাম পঞ্চায়েতগুলির কর্মসম্পাদন পরিকল্পনা, আর্থিক হিসেব-নিকেশ ও নজরদারি চালানোর বিষয়গুলিকে সামিল করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের কাজকর্মের ওপর সহজে নজরদারি চালাতে এবং এ সংক্রান্ত তথ্য বা খবরাখবর সহজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পোর্টালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি, পঞ্চায়েতের কাজকর্ম সম্পর্কিত বিভিন্ন তথ্য, আর্থিক হিসেব-নিকেশ, সম্পদ সৃষ্টির বিস্তারিত বিবরণ এবং গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে গৃহীত কর্মসূচিগুলির সামগ্রিক তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এই পোর্টাল একটি কার্যকর এক জানালা ব্যবস্থা হিসাবে কাজ করে থাকে।


২০২০-২১ অর্থবর্ষে প্রায় ২ লক্ষ ৪৩ হাজার গ্রাম পঞ্চায়েত ই-গ্রাম স্বরাজ পোর্টালে তাদের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করেছে। এছাড়াও, প্রায় ১ লক্ষ ২৪ হাজার গ্রাম পঞ্চায়েত ই-গ্রাম স্বরাজ অনলাইন পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেন করেছে।
 

 


CG/BD/SB


(Release ID: 1657105) Visitor Counter : 280