কৃষিমন্ত্রক

পিএম – কিষাণ প্রকল্প বাস্তবায়ন

Posted On: 18 SEP 2020 3:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ই সেপ্টেম্বর, ২০২০

 



প্রধানমন্ত্রী কৃষি সম্মাননিধি (পিএম – কিষাণ) যোজনার আওতায় এই প্রকল্পের সুবিধাভোগী ভূমি মালিক কৃষক পরিবারকে চিহ্নিত করা এবং পিএম – কিষাণ পোর্টালে সুবিধাভোগীদের তথ্য আপলোড করার দায়িত্ব রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের। চলতি বছরের ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পিএম – কিষাণ পোর্টালে নথিভুক্ত / আপলোড করা যোগ্য সুবিধাভোগীর সংখ্যা হল মোটা ১১ কোটি ৭ লক্ষ ৬২,২৮৭ জন।

৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই পোর্টালে তথ্য আপলোড করলেও পশ্চিমবঙ্গ কোনো তথ্য দেয় নি। এই প্রকল্পের অধীনে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য ‘অভিযোগ নিষ্পত্তি কমিটি’ গঠন করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ / নিষ্পত্তির কোনো তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত করা হয় না।

রাজ্যসভায় লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।

 

 


 CG/SS/SFS



(Release ID: 1656469) Visitor Counter : 167