পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার বিতরণ

Posted On: 16 SEP 2020 1:28PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২০

 

 

প্রাপ্তবয়স্ক গরীব মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দিতে ০১.০৫.২০১৬ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা(পিএমইউওয়াই) চালু করা হয়। 

৭ই সেপ্টেম্বর, ২০১৯ -এর মধ্যেই প্রার্থিত লক্ষ্যপূরণ সম্ভব হয় । এই যোজনার আওতায় এলপিজি সংযোগের বছর-ভিত্তিক পরিসংখ্যান নিচে দেওয়া হোলঃ-

বছর

২০১৬-১৭

২০১৭-১৮

২০১৮-১৯

২০১৯-২০

সংযোগ দেওয়া হয়েছে

২০০.৩লক্ষ

১৫৫.৭লক্ষ

৩৬২.৯ লক্ষ

৮২.৬৪ লক্ষ

 

এপ্রিল, ২০২০ থেকে অগাষ্ট, ২০২০ পর্যন্ত প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনার আওতায় পিএমইউওয়াই উপভোক্তাদের দেওয়া রিফিল ও খরচের রাজ্য / কেন্দ্র্রশাসিত অঞ্চলভিত্তিক খতিয়ান অ্যানেক্সারে দেওয়া হোল।

 

আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান একথা জানান ।

 

 

CG/AC



(Release ID: 1655393) Visitor Counter : 149