রেলমন্ত্রক
ভারতীয় রেলে গত বছরের তুলনায় চলতি বছরে ১০ শতাংশ বেশি পণ্য বোঝাই (ফ্রেট লোডিং) হয়েছে
प्रविष्टि तिथि:
07 SEP 2020 3:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ সেপ্টেম্বর, ২০২০
মিশন মোডে ভারতীয় রেলে গত বছরের তুলনায় চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ১০%বেশি পণ্যসামগ্রী বোঝাই (ফ্রেট লোডিং) হয়েছে। ২০১৯ সালে এই সময় ১৭.৩৮ মিলিয়ন টন ফ্রেট লোডিং হয়েছিল। চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় রেলে ফ্রেট লোডিং-এর পরিমাণ দাঁড়িয়েছে ১৯.১৯ মিলিয়ন টন। গত বছর পণ্যসামগ্রী বোঝাই করে রেলের আয় হয়েছিল ১২৯.৬৮ কোটি টাকা। এবছর ভারতীয় রেলের আয় হয়েছে ১,৮৩৬.৩৮ কোটি টাকা। চলতি বছরে ভারতীয় রেল ৮.১১ মিলিয়ন টন কয়লা, ২.৫৯ মিলিয়ন টন কাঁচা লোহা, ১.২ মিলিয়ন টন খাদ্যসশ্য, ১.০৩ মিলিয়ন টন সার, ১.০৫ মিলিয়ন টন সিমেন্ট সরবরাহ করেছে। এই পণ্য পরিবহনের সময় ভারতীয় রেল বিভিন্ন সংস্থার জন্য একাধিক ছাড়ও দিয়েছে। নির্ধারিত সময়ে সুনির্দিষ্ট গন্তব্যে পণ্যবাহী রেকগুলি পৌঁছে গেছে। কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে ভারতীয় রেল যে তৎপরতার সঙ্গে কাজ করেছে তা বিশেষ তাৎপর্যপূর্ণ।
CG/SS/SKD
(रिलीज़ आईडी: 1652026)
आगंतुक पटल : 211