পরিবেশওঅরণ্যমন্ত্রক
প্রথম আন্তর্জাতিক নীলাকাশের জন্য স্বচ্ছ বায়ু দিবসের ওয়েবিনারে পৌরোহিত্য করবেন শ্রী প্রকাশ জাভরেকর
Posted On:
06 SEP 2020 7:16PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৬ই সেপ্টেম্বর, ২০২০
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী প্রকাশ জাভরেকর ৭ই সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক নীলাকাশের জন্য স্বচ্ছ বায়ুদিবসের উপর আয়োজিত ওয়েবিনারের পৌরোহিত্য করবেন। শ্রী জাভরেকর জাতীয় স্বচ্ছ বায়ু কর্মসূচীও পর্যালোচনা করবেন। এই ওয়েবিনারে যোগ দেবার লিঙ্কটি হল https://youtu.be/lHDTNbaAZ2c
২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের নগরোন্নয়ন দপ্তর ও পরিবেশ দপ্তরের প্রধান সচিবরা ছাড়াও জাতীয় স্বচ্ছ বায়ু কর্মসূচীর আওতায় যুক্ত ১২২টি শহরের কমিশনাররা এই অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রসঙ্গত উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাল কেল্লার প্রাকার থেকে তাঁর ভাষণে দেশের ১০০টি শহরের বাতাসের সর্বাঙ্গীণ গুনমান বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
২০১৯-এর ১৯শে ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর আন্তর্জাতিক নীলাকাশের জন্য স্বচ্ছ বায়ু দিবস ৭ই সেপ্টেম্বর উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
CG/CB
(Release ID: 1651950)
Visitor Counter : 121