নির্বাচনকমিশন

শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে ভারতের নির্বাচন কমিশন শোকাহত

प्रविष्टि तिथि: 31 AUG 2020 6:41PM by PIB Kolkata

  নতুনদিল্লি, ৩১শে আগস্ট, ২০২০

 



ভারতের নির্বাচন কমিশন, প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছে।

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুনীল অরোরা বলেছেন,”তাঁর প্রয়াণে দেশ একজন সর্বজন শ্রদ্ধেয় সেবককে হারালো, তাঁর অর্থনীতি, সংবিধান ও ইতিহাসের বিষয়ে অগাধ জ্ঞানের জন্য তিনি রাজঋষি হিসেবে পরিচিত ছিলেন।“

সুনির্দিষ্ট ভাবে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে শ্রী মুখোপাধ্যায়ের যোগাযোগের কথা উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন যে অসুস্থ শরীরেও প্রাক্তন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের আমন্ত্রণ গ্রহণ করেন এবং ২৩শে জানুয়ারী কমিশন আয়োজিত প্রথম সুকুমার সেন স্মারক বক্তৃতায় বক্তব্য রাখেন। শ্রী মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হিসেবে ২০১৬ ও ২০১৭ সালে দুবার জাতীয় নির্বাচক দিবসে ভাষণ দিয়েছেন।

শ্রী অরোরা আরো বলেছেন, “ঈশ্বর  তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি থেকে বেরিয়ে আসার শক্তি দিন।“

 

 


CG/CB


(रिलीज़ आईडी: 1650152) आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Tamil , Telugu , Kannada