অর্থমন্ত্রক

২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্র জুন মাস পর্যন্ত অ্যাকাউন্টের মাসিক পর্যালোচনা করেছে

प्रविष्टि तिथि: 31 JUL 2020 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২০

 

 

কেন্দ্র ২০২০- জুন পর্যন্ত মাসিক অ্যাকাউন্টের সংক্ষেপিত প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের উল্লেখযোগ্য দিকগুলি হল :

 

কেন্দ্র জুন মাস পর্যন্ত ,৫৩,৫৮১ কোটি টাকা (২০২০-২১ অর্থবর্ষের মোট বাজেট বরাদ্দের .৮৪ শতাংশ) পেয়েছে। এর মধ্যে কর বাবদ ,৩৪,৮২২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। কর বহির্ভূত রাজস্ব ১৫,১৮৬ কোটি  টাকা এবং ঋণ বহির্ভূত মূলধন ,৫৭৩ কোটি টাকা পাওয়া গেছে।

 

রাজ্য সরকারগুলিকে করের ভাগ হিসেবে কেন্দ্র এই সময়ের মধ্যে ,৩৪,০৪৩ কোটি টাকা হস্তান্তরিত করেছে যা গত বছরের তুলনায় ১৪,৫৮৮ কোটি টাকা কম। 

 

কেন্দ্র এই সময়ের মধ্যে ,১৫,৯৪৪ কোটি টাকা (২০২০-২১ অর্থবর্ষে মোট বাজেট বরাদ্দের হিসেবে ২৬.৮২ শতাংশ) খরচ করেছে। এর মধ্যে ,২৭,৬৭১ কোটি টাকা রাজস্ব খাতে এবং ৮৮,২৭৩ কোটি টাকা মূলধন হিসেবে খরচ করা হয়েছে। মোট রাজস্ব বাবদ যে ব্যয় হয়েছে তার মধ্যে ,৬০,৪৯৩ কোটি টাকা সুদ দেওয়ার জন্য এবং ৭৮,৯৬৪ কোটি টাকা প্রধান প্রধান ভর্তুকির ক্ষেত্রে ব্যয় করা হয়েছে।

 

 

CG/CB/DM


(रिलीज़ आईडी: 1642744) आगंतुक पटल : 245
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Marathi , हिन्दी , Manipuri , Punjabi