প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় বায়ু সেনায় রাফায়েলের অন্তর্ভুক্তি

Posted On: 20 JUL 2020 8:10PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২১শে জুলাই, ২০২০

 


ভারতীয় বায়ু সেনার জন্য প্রথম ব্যাচের পাঁচটি রাফায়েল জুলাই-এর শেষে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উপর বিবেচনা করে ২৯শে জুলাই-এ আম্বালার বিমানঘাঁটিতে এই বিমানগুলির অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। তবে বিমানগুলি পৌঁছানোর সময়ে সে বিষয়ে বিস্তারিতভাবে  সংবাদ মাধ্যমকে  জানানোর পরিকল্পনা নেই।  আগষ্টের দ্বিতীয় পক্ষে যখন আনুষ্ঠানিকভাবে বিমানগুলিকে অন্তর্ভুক্ত করা হবে, তখন সংবাদ মাধ্যমের উপস্থিতিতে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। 

ভারতীয় বায়ু সেনার এয়ার ক্রু এবং গ্রাউন্ড ক্রুরা এই বিমান চালানোর বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ নিয়েছেন౼বিশেষ করে উন্নত সমরাস্ত্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে তাঁরা ধারণা পেয়েছেন। দেশে পৌঁছানোর পর এই বিমানগুলির দ্রুত ব্যবহার শুরু করার উপর গুরুত্ব দেওয়া হবে।

 


CG/CB



(Release ID: 1640148) Visitor Counter : 204