প্রতিরক্ষামন্ত্রক
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই-এ ইসিএইচএস-এর আওতায় থাকা পরিবারগুলি পালস অক্সিমিটার কিনলে একটির দাম ফেরত পাবেন
Posted On:
08 JUL 2020 1:13PM by PIB Kolkata
নতুন দিল্লী, ৮ জুলাই, ২০২০
কোভিড-১৯ এ সংক্রমিত রোগীদের শারীরিক অবস্থা জানার জন্য রক্তে অক্সিজেনের পরিমাণ মেপে দেখা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন সেনাকর্মী কল্যাণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে এক্স সার্ভিস-মেন কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ইসিএইচএস)-এর আওতায় পালস্ অক্সিমিটার কিনলে একটি অক্সিমিটারের দাম ফেরত দেওয়া হবে।
এক্ষেত্রে ইসিএইচএস-এর সুবিধেভোগীদের পরিবারের কোন সদস্য কোভিড সংক্রমিত হলে পরিবার পিছু একটি মাত্র পালস অক্সিমিটারের দাম দেওয়া হবে। যদি কোনো পরিবারে একাধিক সদস্য কোভিডের সংক্রমিত হন সেক্ষেত্রেও পরিবার পিছু একটিই অক্সিমিটারের দাম পাওয়া যাবে।
তবে ওই অক্সিমিটারের দাম সর্বোচ্চ ১২০০ টাকা হতে হবে।
CG/CB/SKD
(Release ID: 1637248)
Visitor Counter : 371