কৃষিমন্ত্রক

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কোভিড-১৯ মহামারীর সময়ে কৃষকদের ও কৃষিকাজে সাহায্যর জন্য নানা ব্যবস্থা নিয়েছে

प्रविष्टि तिथि: 03 JUL 2020 10:20PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৪ঠা জুলাই, ২০২০

 



কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কোভিড-১৯ মহামারীর সময় কৃষকদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।


খরিফ মরশুমের বীজ বপনের কাজে দেশজুড়ে যথেষ্ট অগ্রগতি দেখা গেছে।


গ্রীষ্মকালীন ফসলের রোপণের একটি হিসেব নীচে দেওয়া হল।

• প্রায় ৬৮ লক্ষ ৮ হাজার হেক্টর জমিতে ধান,
• ৩৬ লক্ষ ৮২ হাজার জমিতে ডাল,
• ৭০ লক্ষ ৬৯ হাজার হেক্টর জমিতে দানাশস্য
• ১ কোটি ৯ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে তৈলবীজ,
• ৫০ লক্ষ ৬২ হাজার হেক্টর জমিতে আখ,
• ৫ লক্ষ ৮৯ হাজার হেক্টর জমিতে পাট
• ৯১ লক্ষ ৬৭ হাজার হেক্টর জমিতে তুলো চাষ করা হচ্ছে।

 


এ বিষয়ে আরো তথ্যের জন্য নীচের লিঙ্কে ক্লিক করুনঃ-
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/1.%20WWWR%20kharif%20area%20coverage%2003.07.2020%20(1)%20(2).pdf

 

 


CG/CB


(रिलीज़ आईडी: 1636427) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Manipuri , Tamil , Telugu