প্রতিরক্ষামন্ত্রক

দেশীয় প্রযুক্তিতে নির্মিত টরপেডো ডেকয় সিস্টেম নৌবাহিনীতে অর্ন্তভুক্ত

Posted On: 26 JUN 2020 1:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬শে জুন, ২০২০

 



ভারতীয় নৌবাহিনী, সাবমেরিন প্রতিরোধী যুদ্ধের ক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র অর্ন্তভুক্ত করেছে। উন্নত প্রযুক্তির টর্পেডো ডেকয় সিস্টেম (মারীচ), যুদ্ধজাহাজের যে কোনো জায়গা থেকে গোলাবর্ষণ করতে পারবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র  এনএসটিএল ও এনপিওএল –র গবেষণাগার থেকে এই ‘মারীচ’-এর উদ্ভাবন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের একটি রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড-কে এর উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সাবমেরিন প্রতিরোধী ব্যবস্থাপনাটির সমস্ত মূল্যায়ন সন্তোষজনক হওয়ার পরই একে নৌবাহিনীতে যুক্ত করা হল। আত্মনির্ভর ভারত অভিযান ও সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্যোগের এটি একটি বড় সাফল্য।   

 

 


CG/CB/SFS


(Release ID: 1634594) Visitor Counter : 225