রেলমন্ত্রক

ভারতীয় রেল ৩০টি স্পেশাল রাজধানী শ্রেণীর এবং ২০০টি স্পেশাল মেল এক্সপ্রেস ট্রেনের নীতি-নির্দেশিকা সংশোধন করেছে

Posted On: 28 MAY 2020 9:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মে, ২০২০

 


ভারতীয় রেল গত ১২ই মে থেকে চালু হওয়া ৩০টি স্পেশাল রাজধানী শ্রেণীর ট্রেন আগামী পয়লা জুন থেকে চালু হতে চলা ২০০টি স্পেশাল মেল এক্সপ্রেস ট্রেনের জন্য নীতি-নির্দেশিকায় সংশোধন করেছে। মন্ত্রকের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত স্পেশাল ট্রেনগুলির আগাম রিজার্ভেশনের বর্তমান মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হবে। এমনকি, এই ট্রেনগুলিতে পার্সেল ও লাগেজ বুকিং-এও অনুমতি দেওয়া হয়েছে।


সংশোধিত এই নীতি-নির্দেশিকাগুলি আগামী ৩১শে মে টিকিট বুকিং শুরু হওয়ার সময় সকাল ৮টা থেকেই কার্যকর হচ্ছে।


তবে, কারেন্ট বুকিং, তৎকাল কোটা প্রভৃতি ক্ষেত্রে নীতি-নির্দেশিকা আগের মতোই অপরিবর্তিত থাকছে। ভারতীয় রেলের ওয়েবসাইটে বিস্তারিত নীতি-নির্দেশিকা দেওয়া রয়েছে।

 


CG/BD/SB



(Release ID: 1627693) Visitor Counter : 131