অর্থমন্ত্রক
৭.৭৫ শতাংশ সুদ-বিশিষ্ট সঞ্চয় (করযোগ্য) বন্ড, ২০১৮’র লেনদেন সমাপ্ত
Posted On:
27 MAY 2020 8:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মে, ২০২০
কেন্দ্রীয় সরকার ২০১৮’র তেসরা জানুয়ারি বিজ্ঞাপ্তি নম্বর F.4(28)-B(W&M)/2017, অনুযায়ী ৭.৭৫ শতাংশ সুদ-বিশিষ্ট সঞ্চয় (করযোগ্য) বন্ড, ২০২৮’র বাজারে ছাড়ে। এই বন্ডের লেনদেন বৃহস্পতিবার অর্থাৎ ২৮শে মে ব্যাঙ্কের কাজকর্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সমাপ্ত হতে চলেছে।
CG/BD/SB
(Release ID: 1627437)
Visitor Counter : 203