বিদ্যুৎমন্ত্রক

আরইসি লিমিটেডের তাজস্যাটের সঙ্গে যুগ্মভাবে স্বাস্থ্যক্ষেত্রে সামনের সারির কর্মীদের পুষ্টিকর খাদ্য সরবরাহ

Posted On: 26 MAY 2020 12:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ মে, ২০২০

 

 


ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের সর্ববৃহৎ অর্থ লগ্নি সংস্থা বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংগঠন আরইসি লিমিটেড সরকারি হাসপাতাল এবং দরিদ্র দিনমজুরদের পুষ্টিকর খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে। 

আরইসি লিমিটেড তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সংগঠন – আরইসি ফাউন্ডেশন এবং ‘তাজস্যাট’-এর সঙ্গে যুগ্মভাবে নতুন দিল্লির সফদরজং হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করছে। প্রতিদিন এরকম ৩০০টি প্যাকেট স্বাস্থ্য-যোদ্ধাদের বিতরণ করা হচ্ছে। আরইসি ফাউন্ডেশন পরিকল্পনা করেছে, তারা ১৮ হাজার প্যাকেট এভাবে বিতরণ করবে। তাজস্যাট হল স্যাটস লিমিটেড এবং আইএইচসিএল-এর সঙ্গে যৌথ অংশীদারিত্বের একটি সংস্থা। 

আরইসি ফাউন্ডেশন বিভিন্ন জেলা প্রশাসন, অসরকারি সংগঠন এবং বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে লকডাউনের সময়ে দেশের নানা প্রান্তে রান্না করা খাবার এবং খাদ্যশস্য বিতরণ করছে। করোনা ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর ২৪শে মে থেকে এই সংস্থা ৪ লক্ষ ৫৮ হাজার কিলোগ্রাম খাদ্যশস্য, ১ লক্ষ ২৬ হাজার খাবারের প্যাকেট, ৯,৬০০ লিটার স্যানিটাইজার, ৩,৪০০ পিপিই এবং ৮৩ হাজার মাস্ক বিতরণ করেছে।

আরইসি লিমিটেড একটি নবরত্ন সংগঠন। ১৯৬৯ সালে গঠিত এই সংস্থাটি বিদ্যুৎ ক্ষেত্রে আর্থিক সহায়তা করে থাকে। এছাড়াও কেন্দ্রের দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, সৌভাগ্য-র মতো বিভিন্ন ফ্ল্যাগশিপ বিদ্যুৎ প্রকল্পেও আরইসি লিমিটেড সহায়তা করে থাকে।

 

 


CG/CB/DM



(Release ID: 1626901) Visitor Counter : 147