তথ্যওসম্প্রচারমন্ত্রক
আকাশবাণী ও দূরদর্শনের মাধ্যমে পূর্ণাঙ্গ আবহাওয়ার প্রতিবেদন
Posted On:
08 MAY 2020 9:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ই মে, ২০২০
সরকারী সংবাদমাধ্যম আকাশবাণী ও দূরদর্শন, ভারতের সব জায়গার আবহাওয়ার পূর্বাভাষ দিয়ে থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ার খবর সহ আকাশবাণীর সংবাদে সারাদিন ধরেই আবহাওয়ার খবর দেওয়া হয়। ডিডি নিউজও সকাল এবং সন্ধ্যের বুলেটিনে আবহাওয়ার খবর প্রচার করে। ডিডি কিষাণ প্রত্যেকদিন ৩ বার আধঘন্টার এবং ৪ বার ৫ মিনিটের আবহাওয়ার বুলেটিন সম্প্রচার করে থাকে।
এই আবহাওয়া সংবাদে দেশের প্রতিটি অংশের জলবায়ুর খবর, বিস্তারিতভাবে দেওয়া হয়। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গিলগিট থেকে গুয়াহাটি, বাল্টিস্তান থেকে পোর্টব্লেয়ার সব জায়গার তাপমাত্রা এই বুলেটিনগুলিতে দেওয়া হয়। বিভিন্ন মরশুমে চাষাবাদের জন্য আবহাওয়া বিশেষজ্ঞরা এই বুলেটিনগুলিতে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
আকাশবাণী এবং দূরদর্শনের জাতীয় চ্যানেলগুলির পাশাপাশি আঞ্চলিক কেন্দ্রগুলি থেকেও স্থানীয়ভাষায় যে সংবাদ প্রচারিত হয়, তাতেও আবহাওয়ার খবর থাকে। এই বুলেটিনগুলি আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব প্ল্যাটফর্মেও পাওয়া যায়।
আকাশবাণীর প্রতিটি সংবাদ বুলেটিনের শেষে যে আবহাওয়ার প্রতিবেদন শুনতে পাওয়া যায় শ্রোতারা চাইলে দিনের যে কোন সময় তা নীচের লিঙ্কে ল্কিক করে শুনতে পারেনঃ-
https://www.youtube.com/watch?v=FIjoNfUKVCs
ডিডি কিষাণে আবহাওয়ার প্রতিবেদন পাওয়া যায়,নীচের লিঙ্কে ক্লিক করেঃ-
https://www.youtube.com/watch?v=zwoH5iI6F0k,
ডিডি নিউজের আবহাওয়ার প্রতিবেদন,
https://www.youtube.com/watch?v=SMsthz58ihI&feature=youtu.be –এ পাওয়া যায়।
CG/CB/SFS
(Release ID: 1622517)
Visitor Counter : 140